প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে পুলিশ প্রশাসন কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলেই অভিযোগ করে বিরোধীরা। তবে বিরোধীদের সেই অভিযোগকে মান্যতা দিতে রাজি নয় শাসক দল। আর এসবের মধ্যেই তৃণমূলের নেতারা যে পুলিশকে মানে না, তারা যে প্রশাসনের আইনকে চ্যালেঞ্জ জানিয়ে গায়ের জোয়ারি করে যা খুশি তাই করে, সেই রকম চিত্র বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যের বুকে সামনে এসেছে। আর এবার প্রকাশ্যে ট্রাফিক পুলিশকে মারধর করার অভিযোগ উঠলো এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যে ঘটনায় গ্রেপ্তার করা হলো তৃণমূলের উপপ্রধানকে।
বলা বাহুল্য, গতকাল মুর্শিদাবাদের ফারাক্কায় একটি ঘটনা ঘটে। যেখানে এক তৃণমূল নেতার পাট বোঝাই মোটর ভ্যান আটকায় পুলিশ। আর তারপরেই সেই তৃণমূল নেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় পুলিশের। পরবর্তীতে তৃণমূলের উপপ্রধান বলে পরিচিত সেই নেতা ট্রাফিক পুলিশকে ঘুসি মারে বলে অভিযোগ। যে ঘটনায় ইতিমধ্যেই এই শাসকদলের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আর এই ঘটনা সামনে আসতেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, এই রাজ্যের পুলিশকে এখন তৃণমূল নেতাদের শাসানির মুখে চুপ করে বসে থাকতে হচ্ছে। অনেক ক্ষেত্রেই পুলিশ মেরুদণ্ডহীনের মত তৃণমূল নেতাদের ধমক সহ্য করছে। অনুব্রত মণ্ডল তো তার জলজ্যান্ত প্রমাণ। তবে এই সমস্ত চুনোপুটি নেতারাও যেভাবে পুলিশের গায়ে হাত তুলতে দু’বার ভাবছে না, তাতেই বোঝাই যাচ্ছে যে, এই রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই। শাসক দলের নেতারাই যদি রক্ষক হয়ে ভক্ষকের মত আচরণ করে, তাহলে সাধারণ মানুষ কি শিখবে? তবে পুলিশ আর যাই হোক, মেরুদন্ড সোজা রেখে অন্তত এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। কিন্তু ভবিষ্যতে চাপের কাছে মাথা নত করে পুলিশকে আবার মার খেয়ে সেই অপরাধীকেই ছেড়ে দিতে হয় কিনা, সেদিকেও নজর রাখা প্রয়োজন বলেই খোঁচা দিচ্ছে বিরোধীরা।
