Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এসএসসি পরীক্ষা তো শেষ, নিয়োগ কতটা স্বচ্ছ হবে? ইন্টারভিউয়ের দিনক্ষণ জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১৬ সালে এসএসসি পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। আদালতের নির্দেশে এসএসসি নিজেরাই অযোগ্যের তালিকা প্রকাশ করে বুঝিয়ে দিয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট অস্বচ্ছতা ছিল। ইতিমধ্যেই নবম-দশমের পরীক্ষা হওয়ার পর আজ একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে যারা যোগ্য চাকরিহারা, তারা সংশয়ের মধ্যে রয়েছেন যে, একসময় তারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে কষ্ট করে চাকরিটা পেয়েছেন। আবার তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। ফলে এবার যদি তারা চাকরি না পান, তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আবার অন্যদিকে যারা নতুন পরীক্ষা দিচ্ছেন, তাদের মধ্যেও সংশয় তৈরি হয়েছে যে, এর আগে যারা চাকরি করেছেন, যারা যোগ্য, তারা তো বাড়তি ১০ নম্বর তো এমনিতেই পাবেন। ফলে তাদের সঙ্গে নতুন যারা পরীক্ষার্থী, তারা কি করে পেরে উঠবেন? তবে এটা একটা সমস্যা হলেও, এবার এসএসসি চেষ্টা করছে, যাতে আর তারা বিতর্কের মধ্যে না পড়েন। যেভাবে রাজ্য সরকার এবং এসএসসির দুর্নীতির বিষয় নিয়ে পরীক্ষার্থীরা পর্যন্ত হতাশ, তারা পরীক্ষা দিলেও দিনের শেষে কতটা লাভ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন, তখন আজ একাদশ দ্বাদশের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে নিজেদের পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে দিলো এসএসসি।

গত রবিবারের পর আজ এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে গত রবিবারেও যারা নবম, দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন, তাদের মধ্যেও যেমন একটা হতাশা কাজ করেছিল, আজকের পরীক্ষার্থীদের মধ্যেও একটা হতাশা কাজ করছে। সকলের মধ্যে একটাই প্রশ্ন যে, লাভের লাভ কিছু হবে তো? এই রাজ্য দুর্নীতি থেকে বের হতে পারবে তো? তবে কোর্টের কড়া পর্যবেক্ষণের পর এবং একাধিক নির্দেশের পর এসএসসি এবার যে মন থেকেই চেষ্টা করছে একটা স্বচ্ছতা বজায় রাখার, তা আপাতত তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে কিছুটা হলেও একটা আভাস পাওয়া যাচ্ছে। কেননা আজ এসএসসির পক্ষ থেকে এই পরীক্ষা শেষের পর জানিয়ে দেওয়া হয়েছে যে, যে পরীক্ষা হয়েছে, তাতে তারা মডেল উত্তরপত্র প্রকাশ করবে। আগামী মঙ্গলবার নবমড় দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। আর আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে একাদশ, দ্বাদশ শ্রেণীর মডেল উত্তরপত্র তারা প্রকাশ করবেন। আর সেই উত্তরপত্র নিয়ে যদি কারও কোনো সংশয় থাকে, তাহলে সেটা ৫ দিনের মধ্যে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে পরীক্ষার্থীদের কাছে। আর তারপরেই তারা ফাইনাল মডেল উত্তরপত্র প্রকাশ করবেন। পাশাপাশি যেহেতু আদালতের নির্দেশ রয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার, সেক্ষেত্রে আগামী নভেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে দিয়েছে এসএসসি।

আর এসএসসির এই বক্তব্য সামনে আসার পরেই পরীক্ষার্থীরা তাদের ওপর ভরসা ছাড়া আরও অন্য কোনো কিছুর ওপর ভরসা করতে সাহস পাচ্ছে না। কেননা এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। তাদের তো চূড়ান্ত ভরসার জায়গা এসএসসি এবং রাজ্য সরকার। যদি এখন তারা দুর্নীতি করে, তাহলে তো তাদের আর কিছু করার নেই। আপাতত বোঝা যাচ্ছে যে, এসএসসির সদিচ্ছা আছে স্বচ্ছতা সহকারে নিয়োগ প্রক্রিয়া করার। কিন্তু পরবর্তীতে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই স্পষ্ট হয়ে যাবে। তবে এরপরেও যদি এসএসসির এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে কিন্তু যারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছেন, তাদের ভাবাবেগে চূড়ান্ত আঘাত আসবে। আর এর ফল বর্তমান রাজ্য সরকার এবং শাসকদলের কাছে খুব একটা সুখকর বার্তা বয়ে নিয়ে আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version