প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সাত সকালেই রাজ্য এবং জাতীয় রাজনীতির জন্য এলো শোকের খবর। প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। প্রায় তিন তিনবারের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘ বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিবু সোরেন। অবশেষে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, আজ সকাল ৮:৫৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বিগত এক মাসের বেশি সময় ধরে তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হতে শুরু করে। আর অবশেষে দীর্ঘদিনের এই রাজনীতিবিদ আজ শেষ নিঃশ্বাস করলেন। যার ফলে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে শোকের ছায়া।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের পিতার এই মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যেখানে তিনি লেখেন, “প্রিয় দিশম গুরুজি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি সবকিছু হারালাম।” বলা বাহুল্য, একসময় কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্রীর দায়িত্বে ছিলেন এই শিবু সোরেন। দীর্ঘদিন তিনি লোকসভার সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন্ রাজ্যসভাতেও প্রতিনিধিত্ব করেছিলেন ঝাড়খণ্ডের এই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই সাত সকালে তাঁর এই মৃত্যু সংবাদ তাঁর পরিবার-পরিজন তো বটেই, রাজনৈতিক মহলেও বয়ে নিয়ে এসেছে শোকের ছায়া।