Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সামনের সপ্তাহেই বাংলায় বড় ঘটনা? “তাসের ঘরের মত ভেঙে পড়বে তৃণমূল” হুঁশিয়ারি প্রাক্তন মন্ত্রীর!  

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলায় ২০২৬ এর নির্বাচনে ক্ষমতা দখল করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী গেরুয়া শিবির। তবে তাদের একটাই বক্তব্য যে, অবৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। আর তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারে যেমন এসআইআর করা হয়েছে, ঠিক তেমনি বাংলায়ও এসআইআর করা প্রয়োজন। ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন সকলে। বিরোধীরা আশাবাদী, এসআইআর হলে প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাবে। আর আগামী সপ্তাহেই যে বাংলায় এই এসআইআর হতে চলেছে, তা জানিয়ে দিয়ে তৃণমূলের তাসের ঘর ভেঙে পড়বে বলে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক।

ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে সকল রাজনৈতিক দলের মধ্যে একটাই গুঞ্জন তৈরি হয়েছে যে, এসআইআর কবে হবে! তৃণমূলের পক্ষ থেকে অনেকেই তার বিরোধিতা করছেন। তবে বিরোধীরা বলছেন, নির্বাচনী পরিকাঠামোকে ঠিক করতে এবং স্বচ্ছতা সহকারে নির্বাচন করতে অবশ্যই এই এসআইআর প্রয়োজনীয়। এক্ষেত্রে তৃণমূল এতদিন অবৈধ এবং ভুয়ো ভোটারদের কাজে লাগিয়ে প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করেছে। তাই এসআইআরে প্রচুর রোহিঙ্গা এবং অবৈধ মুসলমানদের নাম বাদ গেলে তৃণমূলের আর ক্ষমতায় থাকা হবে না জন্যেই তারা কমিশনের এই প্রক্রিয়ার বিরোধিতা করতে শুরু করেছে। আর এসবের মাঝেই তৃণমূলকে রীতিমত চাপের মুখে ফেলে দিলেন কোচবিহারের প্রাক্তন বিজেপি সাংসদ। তার স্পষ্ট দাবি, বাংলা থেকে এবার নিশ্চিহ্ন হতে চলেছে তৃণমূল।

এদিন এসআইআর নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামানিক বলেন, “সামনের সপ্তাহেই এসআইআর হচ্ছে। তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর তার তিন মাসের পর নির্বাচন। দেখবেন, এসআইআর হলে তাসের ঘরের মত ভেঙে পড়বে তৃণমূল। একমাত্র ভুয়ো ভোটারের ওপর নির্ভর করে এতদিন নির্বাচনের বৈতরণী পার করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওদের সব জারি জুরি শেষ হবে। ওদের মূল অস্ত্র যে ভুয়ো ভোটার, তা নিশ্চিহ্ন হতে চলেছে। বাংলা থেকে নিশ্চিহ্ন হতে চলেছে।”

Exit mobile version