Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সাতসকালে রাজ্যের এই নামী স্টেশনে আগুন, পুড়ে ছাই একাধিক দোকান! পূজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের!

কি ঘটনা ঘটেছে? আজ তখন ঘড়ির কাঁটায় সকাল সাতটা। আর সেই সময় হঠাৎ করেই জনবহুল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে হঠাৎ করেই আগুন লেগে যায়‌‌। মুহূর্তের মধ্যে সেই আগুন আরও প্রকট হতে শুরু করে। যার ফলে স্টেশন চত্বরে উপস্থিত সকলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। এদিকে স্টেশনের মধ্যে বেশ কিছু ব্যবসায়ীরা প্রতিনিয়ত ব্যবসা করেন। আগুনের তীব্রতা তাদের দোকানকেও গ্রাস করে নেয়। যার ফলে স্টেশন চত্বরে থাকা বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই একেবারে পুজোর মুখে এই ধরনের ঘটনা রীতিমত হতাশার সৃষ্টি করেছে ব্যবসায়ীদের মধ্যে। আগুনের গ্রাসে দোকানের সব শেষ হয়ে যাওয়ায় রীতিমত সর্বস্বান্ত হয়ে পড়েছেন তারা।

তবে সব থেকে বড় প্রশ্ন যে, স্টেশনের মত জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কি করে? যতদূর খবর পাওয়া যাচ্ছে, মুহূর্তের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পৌঁছে গিয়েছে দমকল। যেখানে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে রেল পুলিশ থেকে শুরু করে জিআরপিও এলাকায় উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, রাজ্য পুলিশের একটি টিমও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পর সেই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু কখন আগুন নিয়ন্ত্রণে আসে এবং কখন পরিস্থিতি স্বাভাবিক হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version