Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সাত সকালেই অ্যাকশন মুডে ইডি, নিয়োগ দুর্নীতিতে শাসকদলের হেভিওয়েট কাউন্সিলরের বাড়িতে তল্লাশি!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-

এই রাজ্যের বুকে মাঝেমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে হানা দেয়। কিন্তু দিনের শেষে নিট ফল জিরো হয়। অনেক ক্ষেত্রেই তারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের গ্রেফতার করতে অসমর্থ হয়েছে বলে অভিযোগ অনেকের। এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি ইচ্ছাকৃতভাবেই তাদের গ্রেফতার করছে না, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিরোধীরাও বর্তমানে দাবি করছে যেড় তল্লাশির দিন শেষ হয়ে এসেছে, এবার রাঘববোয়ালদের জালে নিতে হবে। আর এসবের মধ্যেই এবার উৎসবের রেশ কাটতে না কাটতেই আজ সাত সকাল থেকেই রীতিমত অ্যাকশন মুডে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

জানা গিয়েছে, আজ সকাল থেকেই অত্যন্ত তৎপরতার সঙ্গে বিভিন্ন জায়গায় হানা দিতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। হঠাৎ করে তাদের এই শীতঘুম ভেঙে সক্রিয় হওয়ার কারণ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে চর্চা। তবে শুধুমাত্র এই তল্লাশি করেই কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অতীতের মতই চুপ করে বসে থাকবে, নাকি আজকের তল্লাশির পর তারা কাউকে গ্রেফতার করার মত ক্ষমতা দেখাবে, তা নিয়েও বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। ইতিমধ্যেই শাসকদলের এক বড় মাপের কাউন্সিলর, যিনি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, সেই কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, লেকটাউনে তৃণমূল কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম। মূলত, এর আগেও এই নিতাই দত্তকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, কামারহাটি পৌরসভায় এই কাউন্সিলরের স্ত্রী এবং ভাই চাকরি পেয়েছিলেন। তাই পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের এই কাউন্সিলর, যিনি রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, তার বাড়িতে আবার তল্লাশি এবং তাকে জেরা করার কাজ শুরু করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে জেরা করেই গোটা বিষয়টি সীমিত হয়ে যায়, নাকি আজকে এই প্রক্রিয়ার পর দিনের শেষে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করে ইডি, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version