Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সাত সকালেই ইডির হানা, অবশেষে মুখ খুললেন সুজিত বসু! কি বললেন, জেনে নিন!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এর আগেও তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে পড়েছিলেন। তার বাড়িতে বহু সময় ধরে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তারপর তাকে গ্রেফতার করা বা তার বিরুদ্ধে তেমন বড় মাপের কোনো পদক্ষেপ নেওয়ার মত ঘটনা সামনে আসেনি। কিন্তু আজ সকাল থেকেই ফের তৎপরতা দেখা যায় ইডির মধ্যে। যেখানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্বাভাবিক ভাবেই যারা দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্যের বুকে লড়াই করছেন, তারা প্রত্যেকেই আশাবাদী হয়ে পড়েন যে, এবার হয়ত বড় কোনো পদক্ষেপ হতে পারে। শেষ পর্যন্ত কি হবে, তল্লাশি প্রক্রিয়া চালানোর পর ইডি কি করবে, সেটা তাদের ব্যাপার। তবে যে মন্ত্রীর অফিসে তল্লাশি চালানো হয়েছে, সেই মন্ত্রী সুজিত বসু এবার গোটা বিষয়ে মুখ খুললেন।

আজ সকাল থেকেই চূড়ান্ত তৎপরতা দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মধ্যে। যেখানে প্রথমেই তারা সল্টলেকে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিসে পৌঁছে যান‌। জানা গিয়েছে, পৌর নিয়োগ দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতেই আবারও রাজ্যের এই মন্ত্রীর অফিসে বেশ কিছু নথির সন্ধানে তারা তল্লাশি চালিয়েছে। আর সামনেই যখন নির্বাচন, তখন তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তল্লাশি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক পারদ। তবে সকলেই তাকিয়ে ছিলেন যে, এই ব্যাপারে সুজিত বসু কি প্রতিক্রিয়া দেন! এর আগে তার বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি হয়েছে। এবার তার অফিসে তল্লাশি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যমের কর্মীরাও।

এদিন এই ব্যাপারে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে প্রশ্ন করা হয়।আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বুঝিয়ে দেন যে, রাজনৈতিক ক্ষেত্রে পেরে উঠতে না পেরেই এই সমস্ত কাজ করা হচ্ছে এজেন্সি দিয়ে। সুজিতবাবু বলেন, “দেখুন, এটা তো আমি বলতে পারব না। তবে নির্বাচন যখন আসে, তখন যারা পার্টিতে অত্যন্ত সক্রিয়, তাদের বাড়িতে যায়। আজকেও আমার অফিসে গিয়েছে, রেস্টুরেন্টে গিয়েছে। নিতাইয়ের বাড়িতেও গিয়েছে। বেছে বেছে টার্গেট করছে। এর একটাই কারণ, আমার মনে হয় যে, এই সমস্ত জায়গায় ওদের লোক বলে কিছু নেই। তাই রাজনৈতিকভাবেই এই আক্রমণ হচ্ছে।”

Exit mobile version