Site icon প্রিয় বন্ধু মিডিয়া

শিক্ষক দিবসে একের পর এক কর্মসূচি, নন্দীগ্রামে মহান শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন শুভেন্দুর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ ৫ সেপ্টেম্বর রাজ্য জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। প্রত্যেক বছর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে পালন করেন ছাত্র ছাত্রীরা। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এই কর্মসূচি পালন করা হয়। তবে গতকালই রাজ্যের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হয়েছিল। যা নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে শিক্ষক দিবস উপলক্ষে আজ মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই উপস্থিত রয়েছেন শুভেন্দুবাবু। যেখানে কাঁথির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে সেই শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে যুক্ত হলেন তিনি।

সূত্রের খবর, এদিন সাত সকালে কাথিতে শিক্ষক এবং কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই তিনি পৌঁছে যান নন্দীগ্রাম এলাকায়। যেখানে নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা।

বিশেষজ্ঞরা বলছেন, এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার যা অবনতি হয়েছে, তা নিয়ে মাঝেমধ্যেই হতাশা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। গোটা শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে তৃণমূল সরকার বলে প্রতিনিয়ত সোচ্চার হন তিনি। তবে যে শিক্ষকরা সমাজ গড়েছেন আজ তাদের সম্মান জানানোর পালা। তাই সেই জাতির কারিগর শিক্ষকদের শিক্ষক দিবসের পুন্য দিনে নিজের জেলায় একের পর এক কর্মসূচিতে উপস্থিত থেকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা।

Exit mobile version