Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking SIR আবহে মতুয়াদের ভুল বোঝাচ্ছেন মমতা? মুখোশ খুলে দিতে ঠাকুরনগরে মিছিল মিঠুনের!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর নিয়ে রীতিমত চাপে রয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রথমেই এই এসআইআরের বিরোধিতা করে বনগায় মতুয়া গড়ে কর্মসূচি করেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে এসআইআরকে এনআরসি বলার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এসআইআর যে একটি স্বাভাবিক প্রক্রিয়া, এর সঙ্গে যে এনআরসির কোনো সম্পর্ক নেই, সেই বিষয়টি বারবার করে স্পষ্ট করেছে বিজেপি। তবে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মতুয়া গড়ে গিয়ে মিছিল করেছেন, সভা করেছেন, এবার সেখানেই পাল্টা কর্মসূচি করতে চলেছে বিজেপি।

এই রাজ্যে এসআইআর হওয়ার পর থেকেই তৃণমূলের আতঙ্ক যে ক্রমশ বৃদ্ধি পেয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত এসআইআরের বিরোধিতা করে কিভাবে এই প্রক্রিয়াকে আটকানো যায়, তার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। এমনকি তারা একথাও বোঝানোর চেষ্টা করছে যে, এই এসআইআর করে অনেক হিন্দুদের নামও বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। কিন্তু বাস্তব যে তা নয়, এসআইআরের মত প্রক্রিয়ায় যে কোনো হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে না, তা বারবার করে তুলে ধরেছেন বিজেপি নেতারা। তবে এবার বনগায় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যে মিটিং করেছেন, যেভাবে এসআইআরের বিরোধিতা করেছেন, এবার সেই ব্যাপারে পাল্টা মিছিল করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মনে বিশ্বাস স্থাপন করার কৌশল বেছে নিলো গেরুয়া শিবির।

জানা গিয়েছে, আজ ঠাকুরনগরে বিজেপির পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর। বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একা যা খুশি তাই বুঝিয়ে যে পার পাবেন না, তিনি যেখানে যেভাবেই মানুষকে ভুল বোঝাবেন, তার পাল্টা যে কর্মসূচি করে মানুষের কাছে প্রকৃত তথ্য তুলে ধরবে বিজেপি, তা আজ ঠাকুরনগরে গেরুয়া শিবিরের এই বড় কর্মসূচির মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাবে। এখন মতুয়া সম্প্রদায়ের মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে বিজেপির আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে কি বার্তা দেওয়া হয় এবং তাতে কতটা আশ্বস্ত হন মতুয়ারা, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version