প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে। এতদিন বিরোধীরা যে সমস্ত অভিযোগ করতো, এসআইআর আবহে তাদের সেই অভিযোগ অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যাচ্ছে বলেই দাবি করছেন একাংশ। কেননা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর বাংলাদেশীদের ভিড়। যারা এসআইআরের ফলে আবার ওপারে ফিরে যেতে চাইছেন। আর এই চিত্র সামনে আসার পর সকলেই বলছেন যে, এতদিন যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়েছে, তা তো স্পষ্ট হয়ে যাচ্ছে, আর এসবের মধ্যেই এবার সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে সীমান্ত এলাকার পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ইতিমধ্যেই এসআইআরকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এসআইআরের ফলে তৃণমূল কংগ্রেস অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ এতদিন তারা অবৈধ বাংলাদেশি, মৃত ভোটার, ভুয়ো ভোটারদের ভোট নিয়েছে। কিন্তু এসআইআর হওয়ার পর এই সমস্ত অবৈধ ভোটারদের নাম বাদ হয়ে যাবে। আর এতদিন যেইপশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিরা ভিড় করেছিল, তা তো বোঝাই যাচ্ছে। যার কারণে সীমান্তে সেই সমস্ত বাংলাদেশীরা হত্যে দিয়ে পড়ে থাকছেন, আবার ওপারে ফিরে যাওয়ার জন্য। যদিও তৃণমূলের পাল্টা দাবি যে, সীমান্ত দেখে বিএসএফ। তারা কেন এদেরকে আটকাতে পারলো না? তাহলে এটা বিএসএফের ব্যর্থতা। আর এসবের মধ্যেই এসআইআর আতঙ্কে যখন বাংলাদেশিরা রাজ্য ছাড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে, ঠিক তখনই গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে সেই সীমান্তেই যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাংবিধান প্রধান।
জানা গিয়েছে, আজ সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া হাকিমপুরে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে আজ কৃষ্ণনগরে থাকবেন তিনি। আর তারপর আগামীকাল মুর্শিদাবাদে যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর আবহে প্রচুর বাংলাদেশিরা যে রাজ্য ছাড়তে চলেছে, তা দিনের আলোর মত পরিষ্কার। তবে সীমান্তের পরিস্থিতি যাতে ঠিকঠাক থাকে, তার জন্যই এবার সরেজমিনে সেই এলাকা পরিদর্শন করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
