Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR এ চালাকি? জাল নথি দিলেই সাত বছরের জেল! কড়া নির্দেশ নির্বাচন কমিশনের!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় নানা অভিযোগ সামনে আসছে. যে পরিমাণ অবৈধ ভোটার বাংলায় রয়েছে, তাতে অনেকেই মিথ্যে তথ্য সিস্টেমে আপলোড করছেন বলে দাবি করছে বিরোধীরা। অনেক জায়গাতেই তৃণমূল কংগ্রেস নিজেদের ভোটব্যাংক রক্ষা করতে অবৈধ ভোটারদের রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে কেউ যদি জাল নথি দিয়ে এসআইআরে চালাকি করে নিজের নাম রেখে দেওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি যে বড় ভুল করতে চলেছেন এবং এর জন্য যে তাকে বড় শাস্তি পেতে হবে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলো নির্বাচন কমিশন।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রচুর মানুষের নাম বাদ পড়েছে। সঠিকভাবে এসআইআর হলে প্রায় ১ কোটির কাছাকাছি সংখ্যাটা যাবে বলেই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এসবের মধ্যেই আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয় যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, এসআইআরের কাজে যদি কেউ জাল নথি দেন, তাহলে তার কড়া শাস্তি হতে পারে। এক্ষেত্রে সাত বছরের জেল এবং জরিমানা হতে পারে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

বিশেষজ্ঞরা বলছেন, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দেওয়ার ভয়ে অনেক অবৈধ ভোটার চেষ্টা করছেন, যাতে পশ্চিমবঙ্গে থেকে যাওয়া যায় এবং অনেক জায়গাতেই তারা নথি তৈরি করার চেষ্টা করছেন। তবে সেই সমস্ত মিথ্যে নথি তৈরি করে কাজ চালানোর দিন যে শেষ, তা নির্বাচন কমিশনের এই কড়া সিদ্ধান্তের মধ্যে দিয়েই আরও একবার স্পষ্ট হয়ে গেল। তাই যারা চালাকি করে নিজেদের নাম রাখার জন্য কারও সহযোগিতা নিয়ে মিথ্যে নথি তৈরি করেছিলেন, তাদের সামনে এবার সমূহ বিপদ। নির্বাচন কমিশনের কড়া সিদ্ধান্তের পর অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

Exit mobile version