প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে প্রথমে এসআইআরের বিরোধিতা করেও যখন তা আটকাতে পারলো না তৃণমূল কংগ্রেস, তখন তারা নতুন গল্প সাজিয়ে বসেছে। বর্তমানে বাংলায় যে কেউ মারা গেলেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, এসআইআরের আতঙ্কেই সেই মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি সেই সমস্ত মৃতদেহকে সামনে রেখে তৃণমূল রাজনীতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ বিজেপির। এমনকি তারা এই প্রশ্নও তুলতে শুরু করেছে যে, শুধু তো পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে। তাহলে সেখানে কেন এরকম মানুষের মৃত্যুর খবর সামনে আসছে না? আর এসআইআরের জন্যই মৃত্যু হচ্ছে, এরকম খবর কেন পাওয়া যাচ্ছে না? তাহলে কি শুধুমাত্র ঘোলা জলে মাছ ধরার জন্যই তৃণমূলের এই মিথ্যাচারের রাজনীতি? এবার সেই বিষয়েই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। তৃণমূল এর বিরোধিতা করে ময়দানে নেমে মিটিং, মিছিল করছে। এমনকি তারা দাবি করছে যে, বাংলায় ইতিমধ্যেই সাতজনের মত মানুষ মারা গিয়েছে। যারা প্রত্যেকেই এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছেন। তবে তৃণমূলের এই সমস্ত বক্তব্য যে মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়, সেই ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে বিজেপি। তাদের বক্তব্য, শুধুমাত্র মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যাতে এসআইআর না হয়, তার জন্য মৃত্যুর কারণ এসআইআর বলে দাবি করার চেষ্টা করছে তারা। আর এসবের মধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে তৃণমূলের যে মিথ্যাচারের রাজনীতি, সেই বিষয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই এফআইআরের জন্য পশ্চিমবঙ্গে একের পর এক মৃত্যু হচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, “এসআইআর তো বিজেপি করাচ্ছে না, এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন। প্রথমেই প্রশ্ন উঠছে, ১২ টা রাজ্যে এসআইআর হচ্ছে। সেখানে মানুষজন মারা যাচ্ছে না কেন? এসআইআরের যদি দোষ হতো, তাহলে তো অন্যান্য জায়গাতেও মারা যেত। বিজ্ঞান তো তাই বলে। অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয়, বিহারে একরকম হয়, আর পশ্চিমবঙ্গে আর একরকম হয়! উত্তরপ্রদেশে একটি জায়গা আছে, ওখানে অনেকে বাঙালি। সব বাংলাদেশ থেকে আসা। ওখানে তো এরকম কিছু হচ্ছে না।”
