প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে এসআইআর হয়েছে। ধীরে ধীরে দেশের বাকি রাজ্যগুলিতেও এসআইআর হবে বলেই মনে করা হচ্ছে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর এই প্রক্রিয়া যে অত্যন্ত স্বাভাবিক বিষয়, তা বলার অপেক্ষা রাখে না। এর আগেও একটা সময় এই এসআইআর হয়েছে। স্বাভাবিক নিয়মে এবারও সেই প্রক্রিয়া চলছে। আর তার মাঝেই এবার বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে অতীতে জনগণনা হলেও কখনও ডিজিটাল জনগণনা হয়নি। তবে এবার প্রথমবারের জন্য দেশে হতে চলেছে ডিজিটাল জনগণনা।
ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে প্রথমবারের জন্য দেশে হতে চলেছে এই প্রক্রিয়া। কিন্তু কি সেই প্রক্রিয়া? কি নিয়ে এত বেশি গুঞ্জন চলছে? এমনিতেই এসআইআর আবহে নানা মহলে নানা প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর তার মধ্যেই এবার ২০২৭ সালে দেশ জুড়ে জনগণনা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন অনেকে বলতেই পারেন, এটার সঙ্গে প্রথমবারের কি সম্পর্ক? এর আগেও তো জনগণনা হয়েছে। হ্যাঁ, তা হয়ত হয়েছে। কিন্তু এবার ডিজিটাল জনগণনা হতে চলেছে। যা প্রথমবারের জন্য হচ্ছে গোটা দেশজুড়ে।
সূত্রের খবর, আগামী ২০২৭ সালে গোটা দেশ জুড়ে জনগণনা হবে। যেখানে ডিজিটাল জনগণনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দুটি ধাপে এই জনগণনা পর্ব সম্পন্ন করা হবে বলেই খবর। যেখানে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে গণনা পর্ব শুরু হবে। যা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরবর্তীতে ২০২৭ সালে এই জনগণনা হবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
