Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR এর পরে প্রথম মতুয়া গড়ে সভা মোদীর, বিশেষ কোনো বার্তা? জল্পনা বাড়ালেন শুভেন্দু!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই ২০ তারিখে পশ্চিমবঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই খবর প্রকাশ্যে এসেছে। যাকে কেন্দ্র করে রীতিমত উজ্জীবিত বঙ্গ বিজেপি। বিজেপির পক্ষ থেকে এবার বাংলা দখলকে টার্গেট করা হয়েছে। তবে মতুয়া সমাজের অনেকেই আতঙ্কিত রয়েছেন যে, ভোটার তালিকায় তাদের নাম না থাকলে তাদের ভবিষ্যৎ কি হবে? তৃণমূলের পক্ষ থেকেও মতুয়াদের ভয় দেখানোর কাজ চলছে বলে অভিযোগ করছে বিজেপি। আর তার মধ্যেই সেই মতুয়া গড়েই অর্থাৎ তাহেরপুরে চলতি মাসেই সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‌। তাই তার সভায় তিনি কি বার্তা দেন, তার দিকে সকলের নজর থাকবে। তবে প্রধানমন্ত্রীর সেই বিশেষ বার্তা নিয়ে সাংবাদিকদের কাছে বড় কথা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতা কর্মীরা রীতিমত উন্মাদনায় ফুটতে শুরু করেছেন। কারণ আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন, এই খবর সামনে এসেছে। ফলে বাংলা দখল যখন তাদের প্রধান টার্গেট, তখন প্রধানমন্ত্রী এসে যে নির্বাচনের সুর বেঁধে দেবেন, সেই ব্যাপারে সকলেই প্রায় নিশ্চিত। বাংলায় পরিবর্তনের লক্ষ্যে তিনি বিজেপি নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে কি বার্তা দেন, সেদিকে সকলেরই নজর থাকবে। তবে এসআইআরের পরে প্রধানমন্ত্রীর এই সভা যে রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আর সেই সভা থেকে মতুয়াদের আশ্বস্ত করতে কি তিনি বিশেষ কোনো বার্তা দিতে চলেছেন?

এদিন উত্তর কলকাতায় বিজেপির একটি কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এসআইআরের পরে প্রধানমন্ত্রী সভা এবং সেখানে তিনি কি বিশেষ কোনো বার্তা দেবেন, সেই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন, সেটা আমি বলতে পারি না। আর প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ, বিকাশবাদের পক্ষে বার্তা দেন। তার শেষ যে বক্তব্য দমদমে আমরা শুনেছিলাম, তার একটা কথাই ছিলো, বাংলার হৃতগৌরব আমরা ফিরিয়ে আনতে চাই। তৃণমূল সরকার তাদের আমলে বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গিয়েছেন, তাতে তিনি সেই সভা থেকে বলেছিলেন যে, বিজেপিকে আনুন, আমরা বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনব। তাই আমরা তার অপেক্ষায় আছি।”

Exit mobile version