Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR ফর্ম বাড়িতে পৌঁছতেই বড় সিদ্ধান্ত মমতার! “সবার আগে উনিই ফিলাপ করবেন” পাল্টা সুকান্ত!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। যেখানে গিয়ে তারা সাধারণ মানুষকে ফর্ম দিচ্ছেন। তবে প্রথম থেকেই এই এসআইআরের বিরোধিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সেই ফর্ম পৌঁছে গিয়েছে। তবে অনেকে বলেছিলেন, নিজে হাতে সেই ফর্ম নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যকে খন্ডন করে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, তিনি এখনই ফর্ম ফিলাপ করবেন না। যতক্ষণ না গোটা রাজ্যবাসী এই ফর্ম ফিলাপ করছেন, ততক্ষণ তিনি এই ফর্ম পূরণ করবেন না। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী যে একটা প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট হয়ে যায় সকলের কাছে। তবে এবার সেই এসআইআর ফর্ম মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যাওয়া এবং তার যে সিদ্ধান্ত, সেই বিষয়ে কটাক্ষ করে পাল্টা মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, গতকালই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেন। যেখানে তিনি জানান যে, তিনি নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে ফর্ম গ্রহণ করেছেন বলে যে সমস্ত সংবাদমাধ্যম প্রচার করছে, তা একেবারেই মিথ্যে কথা। পাশাপাশি তিনি এটাও জানান যে, তার বাড়িতে ফর্ম এলেও তিনি এখনও পর্যন্ত সেই ফর্ম পূরণ করবেন না। গোটা রাজ্যবাসী যতক্ষণ না ফর্ম ফিলাপ করছেন, ততক্ষণ তিনি এসআইআর সংক্রান্ত এই ফর্ম পূরণ করবেন না। অর্থাৎ একদিকে এসআইআরের বিরোধিতা করার পাশাপাশি সকল বৈধ ভোটারের ভোটাধিকার সুনিশ্চিত না হলে যে তিনি এই সংক্রান্ত ফর্ম ফিলাপ করবেন না, তা জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন, ফর্ম ফিলাপ করবেন না, আর আমরা বলছি, মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিলাপ করে জমা দেবেন। ওনার বাড়িতে 17 টা ফর্ম গিয়েছে, আমাদের কাছে খবর আছে। আপনারা দেখতে থাকুন মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিলাপ করে জমা দেবেন।”

Exit mobile version