প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের মধ্যে এসআইআর নিয়ে যে বাড়তি আতঙ্ক কাজ করছে, তা বলার অপেক্ষা রাখে না। দিকে দিকে তৃণমূল নেতাদের গলায় হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে। কেউ লণ্ডভণ্ড করে দেওয়ার হুশিয়ারি দিচ্ছেন, আবার কেউ বা বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন। আর এবার সেই এসআইআর নিয়েই বলতে গিয়ে প্রকাশ্য সভা থেকে কারও নাম বাদ গেলে বাংলায় রক্ত গঙ্গা বইবে বলেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।
বলা বাহুল্য, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যে যে এসআইআর হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে সকলের কাছেই। আর এসআইআর হলে যে অনেক অবৈধ ভোটারের নাম বাদ যাবে, আর সেই সমস্ত ব্যক্তিদের নাম বাদ গেলে যে তৃণমূলের ক্ষমতায় থাকা হবে না, তা বুঝতে পেরেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। আর সেই কারণেই প্রকৃত ভোটারদের নাম বাদ গেলে বিজেপি নেতাদের ছেড়ে কথা বলা হবে না বলেই হুঁশিয়ারি দিচ্ছেন তারা। কিন্তু তাদের কাছে যারা প্রকৃত ভোটার, তারা তো বাংলাদেশী অনুপ্রবেশকারী থেকে শুরু করে রোহিঙ্গা। ফলে তাদের নাম যাতে বাদ না যায়, তার জন্যই তৃণমূলের এই হুশিয়ারি বলে পাল্টা দাবি করছে বিজেপি। আর এই সমস্ত কিছুর মধ্যেই এবার প্রকাশ্য সভা থেকে চরম হুঁশিয়ারি দিয়ে বিতর্কের মুখে পড়ে গেলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে। রাজীববাবু বলেন, “মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চুপ করে বসে নেই। কারওর নাম বাদ গেলে আমাদের জানাবেন। মাথায় রাখবেন, এই দলটার নাম তৃণমূল কংগ্রেস। নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি। আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ আমরা আমাদের সর্বস্ব দিয়ে এসআইআর রুখবো। একটা বৈধ প্রচারের নাম বাদ দিলে বাংলায় আগুন জ্বলবে। রক্তগঙ্গা বইয়ে দেব।”