Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking SIR নিয়ে বাংলায় ভয়ংকর পরিস্থিতি! রাজ্যসভায় আলোচনা চেয়ে নোটিশ দিলেন শমীক!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তৃণমূলের নেতারা অনেক বড় বড় কথা বলেছিলেন। কোনোমতেই তারা এসআইআর হতে দেবেন না, এমন অনেক হুমকি, হুঁশিয়ারি তাদের মুখ থেকে শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইয়ার প্রক্রিয়া। আর এসআইআর হওয়ার পর থেকেই তৃণমূলের আতঙ্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যে, তারা বুঝতে পেরেছেন যে, অবৈধ ভোটারের নাম যেভাবে বাদ যাচ্ছে, তাতে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তাই এখন বিভিন্ন জায়গায় বিএলওদের ওপর চাপ সৃষ্টি করে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করার জন্য ভয়, হুমকি আসছে তৃণমূলের পক্ষ থেকে। অন্তত তেমনটাই অভিযোগ করছে বিরোধীরা। এতদিন গোটা বিষয়টি নিয়ে সোচ্চার ছিলেন বিজেপি নেতারা। আর আজ সংসদে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় যেভাবে বিএলএদের হুমকি, হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে, যেভাবে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলায় এক ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশের আরও ১২ টি রাজ্যে হচ্ছে। কিন্তু কোথাও থেকে তেমন কোনো অশান্তির খবর পাওয়া যাচ্ছে না, একমাত্র পশ্চিমবঙ্গ থেকেই আসছে একের পর এক খবর। যেখানে কোথাও বিএলওদের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠছে। আবার কোথাও বা তৃণমূলের পক্ষ থেকে হুমকি, ভয় দেখানোর অভিযোগ উঠছে। এতদিন এই ব্যাপারে বিজেপি নেতারা সোচ্চার ছিলেন। তারা দাবি করতে শুরু করেছিলেন যে, প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওদের ভয় দেখিয়ে, মিথ্যা তথ্য আপলোড করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। তবে গোটা দেশের কাছে সংসদের কাছে বাংলায় যে অরাজকতা চলছে এসআইআর প্রক্রিয়া নিয়ে, সেই বিষয়টি তুলে আনতে বড় পদক্ষেপ নিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে সমস্ত খবর আসছে এবং যেভাবে বিএলওদের ভয় দেখানো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আজ বড় পদক্ষেপ গ্রহণ করেছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। যেখানে রাজ্যসভায় মুলতবি প্রস্তাবের দাবি জানিয়েছেন তিনি। এমনকি গোটা প্রক্রিয়ায় আলোচনা চেয়ে একটি নোটিশ দিয়েছেন শমীক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই বিজেপি সাংসদের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে যদি রাজ্যসভায় এই বিষয় নিয়ে আলোচনা হয়, তাহলে বাংলায় এসআইআর নিয়ে কি চলছে, কিভাবে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে শাসকের একটা অংশ, তার তথ্য প্রকাশ্যে চলে আসবে। আর গোটা দেশের সামনে সেই তথ্য এলে আরও চাপে পড়ে যাবে তৃণমূল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version