Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR নিয়ে বড় আপডেট, সংসদ ভবনের বাইরে চরম হট্টগোল! জেনে নিন!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর বিরুদ্ধে রীতিমতোষ সোচ্চার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনামাফিক নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করার খেলায় নেমেছে। বিহারের পাশাপাশি তারা পশ্চিমবঙ্গেও এই পরিকল্পনা করার চেষ্টা করছে বলে অভিযোগ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তৃণমূল সহ যত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যে ইন্ডি জোট গঠন করেছিলেন, সেই জোট এখন প্রতিনিয়ত সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন এই এসআইআরের প্রতিবাদে।

বলা বাহুল্য, এসআইআরের প্রতিবাদে বর্তমানে গোটা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সংসদ ভবনের ভেতরে এবং বাইরেও তারা এই ব্যাপারে প্রতিবাদ করছে। বিগত কয়েক দিনের মত আজকেও কংগ্রেস তৃণমূল সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এই এসআইআরের বিরুদ্ধে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে। যেখানে সংসদ ভবনের বাইরে ইন্ডি জোটের সাংসদরা এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অর্থাৎ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর এই সমবেত প্রতিবাদ বুঝিয়ে দিচ্ছে যে, তারা কোনোমতেই এসআইআরের বিরুদ্ধে তাদের এই লড়াই থামাবেন না।

তবে ইন্ডি জোটের এই প্রতিবাদ কর্মসূচিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, ভোটার তালিকায় বিশেষ সংশোধনী অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন তাদের মত করে সেদিকে নজর রাখছে। তবে এই ইন্ডি জোটের এত ভয় কেন? আসলে তারা জানে, তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু হতেই তারা আতঙ্কিত হয়ে পড়েছে। আগামী দিনে এদের মুখোশ খুলে পড়বে। সমস্ত জায়গায় রোহিঙ্গা এবং অনুপ্রবেশ কারীদের ঢুকিয়ে ভোটার তালিকায় যে জল মেশানোর চেষ্টা এই ইন্ডি জোট করতে শুরু করেছে, তা সামনে চলে এসেছে। তাই এবার এসআইআর বা বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু হতেই তাদের এই ছটফটানি বলেই কটাক্ষ গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।

Exit mobile version