Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR নিয়ে জোরকদমে প্রস্তুতি বিজেপির! তৃণমূলের থেকে হুমকি আসতেই কমিশনকে অনুরোধ সুকান্তর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলার জন্য ঘোষণা করা হয়েছে এসআইআর। আগামীকাল থেকেই তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এতদিন ধরে সকলেই প্রায় নিশ্চিত ছিলেন যে, এসআইআর হচ্ছে। কিন্তু কবে সেটা হচ্ছে এবং তার জন্য রাজনৈতিক দলগুলো আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে কিনা, তা নিয়ে একটা চর্চা ছিল বিভিন্ন মহলে। বিজেপি দাবি করতে শুরু করেছিল, তৃণমূল মুখেই এই এসআইআরের বিরোধিতা করছে বা হুমকি, হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু তাদের যে সমস্ত কাজ করার, সেই বিএলএ টু নিয়োগ করার ব্যাপারে তারাও প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। কারণ, তারা হুমকি, হুঁশিয়ারি দিয়ে এই এসআইআর কোনোমতেই আটকাতে পারবে না। এদিকে এই এসআইআরের ঘোষণার মাঝেই এবার বিজেপিও যে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বলা বাহুল্য, ইতিমধ্যেই বাংলা সহ ১২ টি রাজ্যের জন্য এসআইআরের ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর তার মাঝেই এসআইআরের জন্য তাদের যে সমস্ত প্রস্তুতি রয়েছে, তা তারা করতে শুরু করে দিয়েছেন বলেই জানিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। শুধু তাই নয়, এই এসআইআরের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের পক্ষ থেকে যেভাবে বিজেপি নেতাদের বিভিন্ন হুমকি, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে যাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়, তার জন্যও অনুরোধ জানালেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই এসআইআরের প্রস্তুতি যে তারাও জোর কদমে শুরু করে দিয়েছে, তা স্পষ্ট করে দেন তিনি। সুকান্তবাবু বলেন, “আমরা ইতিমধ্যেই বিএলএ-2 -এর নাম জমা করতে শুরু করেছি। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত বুথে আমাদের ভোটার রয়েছে, সেখানে আমরা এই সমস্ত নাম জমা দেবো এবং এসআইআরে অংশগ্রহণ করব।” পাশাপাশি যেভাবে এসআইআরের বিরোধিতা করে তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীরা বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকি হুঁশিয়ার দিচ্ছেন, তা নিয়েও এদিন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বিভিন্ন ধরনের হুমকি আসছে। বলছে, বিজেপি নেতাদের নাকি আগুন ধরিয়ে দেবে। এরকম নানা হুমকি আসছে। স্বাভাবিক ভাবেই এই হুমকির হাত থেকে এসআইআরকে বাঁচাতে নির্বাচন কমিশনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলেই আমার মনে হয়।”

Exit mobile version