Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR নিয়ে লোক ক্ষেপানোর কাজ করছেন মমতা? সপাটে জবাব দিলেন মহাগুরু!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে এসআইআরের আতঙ্কে অত্যন্ত ভীত, সন্ত্রস্ত হয়ে রয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কি করে এসআইআরের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল কথা বলছেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। এমনকি তার দলের বিভিন্ন নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও একজন ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বইবে বলে মন্তব্য করছেন। স্বাভাবিকভাবেই এসআইআর হওয়াতে তৃণমূলের এত আতঙ্ক বৃদ্ধি পেয়েছে, সেই ব্যাপারে সকলেই প্রায় নিশ্চিত। তবে এসআইআরের বিরুদ্ধে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে ক্রমাগত মন্তব্য করা হচ্ছে, এবার তাকেই হাতিয়ার করে পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

প্রসঙ্গত, এসআইআর নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে চর্চা চলছে। আগামী ৪ তারিখ থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন। স্বাভাবিকভাবেই সেদিন থেকেই প্রথম পর্ব শুরু হবে। তবে তার আগেই তৃণমূলের পক্ষ থেকে এই এসআইআরের প্রবল বিরোধিতা করা হচ্ছে। সকলের মধ্যে একটাই প্রশ্ন যে, তৃণমূল কেন এর বিরোধিতা করছে, তাহলে কি অবৈধ ভোটার বাদ যাওয়ার আতঙ্কেই তাদের এই বিরোধিতা? আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুললেন মহাগুরু।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর সেখানেই এসআইআরের বিরুদ্ধে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে এবং যেভাবে লোক ক্ষেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন, “উনি লোক খ্যাপানো ছাড়া আর কি করছেন? কারণ ভয় দেখানো ছাড়া তো আর কিছু নেই। কোথাও যদি বৈধ ভোটারের বিরুদ্ধে কিছু করে, আমি তো পরিষ্কার বললাম, আমাকে ডাকুন। আমি আপনার জন্য লড়ব।” অর্থাৎ মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই যেভাবে তার বিরোধিতা করছেন, তা আসলেই জনতার ক্ষোভকে বাড়িয়ে দেওয়ার কৌশল বলেই বুঝিয়ে দিলেন মিঠুন চক্রবর্তী।

Exit mobile version