Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR নিয়ে রাজ্যে চূড়ান্ত তৎপরতা! বৈঠক শুরু হতেই আতঙ্কেই কি এমন বললেন মমতা?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর হবে কি হবে না, তা নিয়ে একটা দোলাচল পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনেকের মধ্যেই। অনেকেই বলছেন যে, বাংলায় এসআইআর না হলে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয় এবং তৃণমূলকে বিদায় দেওয়া কার্যত অসম্ভব। কারণ এসআইআর হলে অনেক ভুয়ো ভোটার থেকে শুরু করে অবৈধ বাংলাদেশিদের নাম বাদ যাবে। আর তাতেই তৃণমূলের বিদায় নিশ্চিত হয়ে যাবে বলেই দাবি করছে বিরোধীরা। ইতিমধ্যেই আজ সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক বৈঠক হচ্ছে। যে তৎপরতা দেখেই বোঝা যাচ্ছে যে, বাংলায় এসআইআর হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সেই বৈঠক শুরু হতেই কি রীতিমত আতঙ্কিত হয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

বলা বাহুল্য, পুজোর আগে থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরে বিভিন্ন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দফায় দফায় বৈঠক হয়েছে। যার ফলে অনেকেই মনে করেছিলেন যে, পুজোর পরেই যে কোনো সময় বাংলায়
এসআইআর নিয়ে বড় ঘোষণা হয়ে যেতে পারে। আজ সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক বৈঠক হয়েছে। যে বৈঠকের পরে জল্পনা আরও প্রকট হচ্ছে যে, খুব দ্রুত বাংলায় ঘোষণা হয়ে যেতে পারে এসআইআরের। আর যদি সেই ঘোষণা হয়ে যায়, তাহলে তৃণমূলের যে ক্ষমতায় থাকা অত্যন্ত চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে নির্বাচন কমিশনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এসআইআর নিয়ে যে তৎপরতা শুরু হয়েছে, যেভাবে দফায় দফায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক হচ্ছে, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মিটিং করে এসে ওদের নেতা বলেন, বাংলায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেব। বিপর্যয়, বর্ষণ, উৎসবের মধ্যে এসব বলছে। ১৫ দিনের মধ্যে এসআইআর হয়ে যাবে? কি মনে করছে ওরা? কমিশন কি বিজেপি দলের, নাকি গণতান্ত্রিক, নাগরিক অধিকার সুনিশ্চিতকরণেই তৈরি কমিশন?” আর এখানেই অনেকে বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যে হচ্ছে, এটা বুঝতে পেরেছেন। আর এসআইআর হলে যে তার দলের ক্ষমতায় টিকে থাকা অত্যন্ত মুশকিল, সেটাও তিনি খুব ভালোমতই উপলব্ধি করতে পারছেন। যার কারণে এই এসআইআর নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হতেই রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে তার এই সমস্ত মন্তব্য বলেই কটাক্ষ করছে বিরোধীরা।

Exit mobile version