Site icon প্রিয় বন্ধু মিডিয়া

SIR স্থগিতের দাবি জানিয়ে গণতন্ত্রকেই চ্যালেঞ্জ করছেন মমতা? তৃণমূলকে বড় গোল দিলেন সুকান্ত

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এসআইআরকে বন্ধ করানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। নির্বাচন কমিশনকে পর্যন্ত চিঠি দিচ্ছেন তিনি। যাতে এসআইআর স্থগিত রাখা যায়। কিন্তু কোনো রাজ্যের যেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কেন বেছে বেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এসআইআর হলে এত বিরোধিতা দেখতে পাওয়া যাচ্ছে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ইতিমধ্যেই তিনি যেভাবে এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন, তাতে সংবিধান এবং গণতন্ত্রকেই কি রাজ্যের মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ জানাচ্ছেন, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। আর সেই বিষয়টি নিয়েই এবার তৃণমূল দলের ভেতরেই যেখানে গণতন্ত্র নেই, সেখানে তারা গণতন্ত্র কি করে মানবে, সেই প্রসঙ্গ তুলে দিলেন সুকান্ত মজুমদার।

পশ্চিমবঙ্গ বাদেও দেশের আরও অন্যান্য রাজ্যে এসআইআর হচ্ছে। রাজনৈতিক কারণে বিরোধীরা এর বিরোধিতা করতেই পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এখানকার শাসক দল যেভাবে এসআইআরের বিরোধিতায় রাস্তায় নেমেছে, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখে এসআইআর স্থগিতের আবেদন জানাচ্ছেন, তা আর অন্য কোনো রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই তারা যে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাওয়ার আতঙ্কেই এই সমস্ত কাজ করছেন, সেই ব্যাপারে নিশ্চিত বিজেপি। কিন্তু প্রশ্ন উঠছে যে, একজন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এসআইআর চালু হয়েছে, তখন কি তাকে বন্ধ করানোর দাবি করতে পারেন? এটা কি সংবিধান এবং গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো নয়?

এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা এই রাজ্যে শাসক দলের মধ্যেই যে গণতন্ত্র নেই, সেই প্রসঙ্গ তুলে ধরেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সুকান্তবাবু বলেন, “দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মানেন না। কোনদিন মেনেছেন? ওনার দলেই গণতন্ত্র নেই। এটা তো পারিবারিক সম্পত্তি, প্রপার্টি। গণতন্ত্র থাকলে তো নিজের দলে গণতন্ত্র থাকবে। সভাপতি নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসে? কোনোদিন দেখেছেন? দিদি মঞ্চে ঘুরতে ঘুরতে মাথায়, উঠলো বাই তো কটক যাই। তৃণমূল কংগ্রেসে নিজেরাই জানে না যে, কজন জেনারেল সেক্রেটারি আছে!”

Exit mobile version