প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে তৃণমূল যে যথেষ্ট আতঙ্কে রয়েছে, তা এসআইআর হওয়ার পর থেকেই তাদের নেতাদের একের পরে হুমকি, হুঁশিয়ারির মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। বিজেপি আশঙ্কা করেছিল যে, এসআইআরের মূল পর্ব শুরু হওয়ার পর হুমকি, হুঁশিয়ারির পাশাপাশি হামলার মাত্রাও বাড়তে শুরু করবে। আর তাদের আশঙ্কাকে সত্যি করেই এবার কোচবিহার ১ নম্বর ব্লকে কমিশনের সঙ্গে বিএলএদের বৈঠকের আগেই বিজেপির এক বিএলএর ওপর হামলার ঘটনা ঘটেছে। যে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।
প্রসঙ্গত, এই রাজ্যের বুকে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আজ থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন, যাদের সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা। আর তার আগেই রাজ্য শুরু হয়ে গিয়েছে একের পর এক বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা। যার ফলে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার। এসআইআরের মূল প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যদি বিরোধীদলের বিএলএদের ওপর এইভাবে হামলা হয়, তাহলে গোটা প্রক্রিয়া কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
জানা গিয়েছে, গতকাল কোচবিহার ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বিএলএদের নিয়ে একটি বৈঠক ছিল। আর সেই বৈঠকের আগেই বিজেপির বিএলএদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। যেখানে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কেন বাড়তি পুলিশ মোতায়েন ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। এমনকি এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যদি এইভাবে হামলার ঘটনা ঘটে তাহলে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। তাই অবিলম্বে গোটা ঘটনায় প্রশাসন এবং কমিশনের কাছে নিরাপত্তার দাবিতে আওয়াজ তুলছে গেরুয়া শিবির।
