Site icon প্রিয় বন্ধু মিডিয়া

শহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মিছিল! অন্য কারও ঘাড়ে দায় চাপাতেই মমতাকে “কচুপাতা” বলে সম্বোধন সুকান্তর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই নিজের সরকারের কোনো ত্রুটি বিচ্যুতি দেখেন, তখনই অন্য কারও ঘাড়ে তা ঝেড়ে ফেলার চেষ্টা করেন। বরাবরের তার এটা স্বভাবসিদ্ধ ভঙ্গিমা বলেই দাবি করে বিরোধীরা। এবারেও যখন জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে, তখন বেসরকারি বিদ্যুৎ সংস্থার ঘাড়েই সমস্ত দায় চাপিয়েছেন তিনি। তবে বিরোধীরা এই ব্যাপারে অবশ্য মুখ্যমন্ত্রীকে ছেড়ে কথা বলছে না। তাদের বক্তব্য, বেসরকারি সংস্থার পাশাপাশি এই দায়িত্ব রাজ্য প্রশাসনকে এবং কলকাতা পৌরসভাকেও নিতে হবে। তবে মুখ্যমন্ত্রী যখন প্রাণপণ চেষ্টা করছেন, অন্য কারও ঘাড়ে দায় চাপানোর, তখন মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্যকে হাতিয়ার করে তাকে কচুপাতা বলেই সম্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

ইতিমধ্যেই কলকাতা শহরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। যার ফলে রাজ্য সরকারের অবহেলার কারণেই এই মৃত্যু বলেই দাবি করছে বিরোধীরা। কেননা তাদের বক্তব্য যে, দিনের পর দিন খোলা তার রাস্তায় পড়ে থাকে। আর সেদিকে রাজ্য প্রশাসন এবং কলকাতা পৌরসভার নজর থাকে না জন্যই কলকাতায় এই ধরনের মৃত্যুর ফাঁদ তৈরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এর দায় নিতে নারাজ। তারা চেষ্টা করছে, যাতে অন্য কারও ঘাড়ে তা ঠেলে দেওয়া যায়। তবে সেই ব্যাপারেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী কচুপাতা হয়ে যাচ্ছেন। কচুপাতার ওপর জল পড়লে দেখবেন, জল টলটল করে। গায়ে লাগে না। পড়ে যায়। তাই উনি কোনো দায়িত্ব নেবেন না। শুধু মাখনটা খাবেন, ক্ষীরটা খাবেন। মুখ্যমন্ত্রী হয়ে পদে বসে থাকবেন। তার পরিবারের লোকেরা কোটিপতি হবে। কেউ ৩৫ টি প্লটের মালিক হবে। উনি শুধু অন্য কারও ঘাড়ে দায় চাপাবেন। কিন্তু নিজে কোনো দায়িত্ব নেবেন না।”

Exit mobile version