Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সংসদে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ? মহুয়া মৈত্রকে নিয়ে বড় নির্দেশ দিল্লি হাইকোর্টের! জেনে নিন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সংসদে কখনও বক্তব্য রেখে, আবার কখনও বা বিভিন্ন কারণে বিতর্কের শিরোনামে উঠে আসতে দেখা যায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। যার কারণে তার দল তৃণমূল কংগ্রেসও বিভিন্ন সময় অস্বস্তিতে পড়ে যান বলেই দাবি করেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, তিনি নাকি টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। আর এবার সেই ঘটনায় যে মামলা দিল্লি হাইকোর্টে হয়েছিল, সেখানে বড় নির্দেশ দিলো দিল্লি হাইকোর্ট।

বেশ কিছুদিন আগেই সংসদে মহুয়া মৈত্রের টাকার বিনিময়ে প্রশ্নের বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে। তৃণমূল সাংসদের কঠোর শাস্তির দাবি তুলে আওয়াজ তুলতে শুরু করে বিজেপি। এমনকি তৃণমূলের এই সাংসদ দেশ বিরোধী কাজ করেছেন বলেও কটাক্ষ করতে শুরু করেন পদ্ম শিবিরের নেতারা। তবে গোটা ঘটনায় শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্ট কি নির্দেশ দেয়, সেদিকেই সকলে তাকিয়ে ছিলেন। অবশেষে আজ দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হলো, তাতে অনেকটাই স্বস্তি পেয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

সূত্রের খবর, আজ দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মহুয়া মৈত্রকে নিয়ে লোকপালের যে নির্দেশ, তা খারিজ করে দেওয়া হয়েছে। বলা বাহুল্য, এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল পরবর্তীতে লোকপালের পক্ষ থেকে সিবিআইকে চার্জশিট দাখিল করার অনুমতি দেওয়া হয়। কিন্তু এবার সেই ব্যাপারে লোকপালের নির্দেশ খারিজ করে দিলো দিল্লি হাইকোর্ট। যার ফলে আপাতত অনেকটাই স্বস্তি পেয়ে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে আগামী এক মাসের মধ্যে লোকপালকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version