প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সংসদের বাদল অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত চেপে ধরছে বিরোধীরা। বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্রে শান দিচ্ছে তারা। আর আজ ভোটার তালিকায় সংশোধনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে বিরোধী জোট ইন্ডির সদস্যরা। যেখানে সংসদ ভবন থেকে একটি মিছিল করার কথা রয়েছে তাদের।
জানা গিয়েছে, বর্তমানে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিরোধী জোট ইন্ডি নিজেদের মধ্যে আলোচনা করেছে। সংসদের বাদল অধিবেশনে কি করে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখা যায়, তা নিয়ে পরিকল্পনা করছে তারা। আর সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই বিহার এবং পশ্চিমবঙ্গে যে বিশেষ ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি উঠে এসেছে, তা নিয়ে বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা এমনিতেই সোচ্চার। আর তার মধ্যেই এবার সেই সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত একটি মিছিল করার কথা রয়েছে তাদের। তবে সেক্ষেত্রে অনুমতি পাওয়ার বিষয় রয়েছে। তাই তারা যদি অনুমতি না পায়, তাহলে মকর দ্বারে এই বিষয়ে বিক্ষোভ করার পরিকল্পনা রয়েছে বলেই জানা যাচ্ছে। আর বিরোধী জোট ইন্ডির সাংসদরা এই বিক্ষোভ কর্মসূচিতে কালো পোশাক পড়ে তাদের বিক্ষোভ দেখাবেন বলেই খবর।
বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে যে সমস্ত জায়গায় বিরোধী দলগুলো ক্ষমতায় রয়েছে, তাদের ক্ষমতা থেকে সরাতে চাইছে। আর সেই কারণেই নির্বাচন কমিশনকে দিয়ে এই সংশোধনী এনে ভোটার তালিকা থেকে অনেককে বাদ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনা চলছে। তাই এর বিরুদ্ধে গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই কারণেই এবার সংসদে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতেই বিরোধী জোটের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হবে। তবে বিরোধীরা এই বিক্ষোভ দেখালেও শেষ পর্যন্ত তাদের এই বিক্ষোভ কতটা গ্রহণযোগ্য হয় এবং তা কতটা প্রভাব ফেলে জাতীয় রাজনীতিতে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
