প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে বলে মাঝেমধ্যেই অভিযোগ করে বিরোধীরা। এমনকি তাদের অভিযোগকে সত্যি করে অনেক সময়ই অবৈধ অনুপ্রবেশকারীদের হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু এবার একেবারে উত্তরবঙ্গের বুকে যে ঘটনা ঘটে গেল, তার ফলে সীমান্তবর্তী এলাকা নিয়ে যথেষ্ট চিন্তা বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে। প্রশ্ন উঠছে, প্রশাসনের ভূমিকা নিয়ে। এভাবেই যদি চলতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের সুরক্ষা কোথায়? তা নিয়েও সোচ্চার হচ্ছে বিরোধীরা।
কি ঘটনা ঘটেছে? এদিন উত্তরবঙ্গ থেকে একটি ভয়ংকর খবর সামনে আসে। যেখানে জানতে পারা যায় যে, উত্তরবঙ্গের কোচবিহারের মেখলিগঞ্জে পাকিস্তানি টাকার নোট উদ্ধার হয়েছে। যেখানে মেখলিগঞ্জের রানিরহাট এলাকা থেকে পাকিস্তানের একটি ১০০ টাকা এবং একটি ১০ টাকার নোট পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের পার্শ্ববর্তী নেপাল, ভুটান থেকে অনেক সময় সেই এলাকার টাকা পাওয়া যায় ঠিকই। কিন্তু একেবারে পাকিস্তানে নোট যেভাবে এখানে পাওয়া গেল, তাতে প্রশ্ন উঠছে যে, তাহলে কি উত্তরবঙ্গে কোনো পাকিস্তানের চর লুকিয়ে রয়েছে?
বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গ এখন সন্ত্রাসবাদীদের আতুড়ঘর হয়ে গিয়েছে। এখানে নিরাপত্তা বলে কিছু নেই। যেভাবে উত্তরবঙ্গের মত এলাকায় পাকিস্তানের নোট উদ্ধার হলো, তাতে তা যথেষ্ট চিন্তার বিষয়। তাহলে বুঝতে হবে, এই রাজ্যের ভেতরেই দেশদ্রোহীরা লুকিয়ে রয়েছে। যারা পাকিস্তানে চর হিসেবে রয়েছে। প্রশাসন নেই বলেই, তাদের কাছে খবর থাকে না বলেই আজকে এই ধরনের ঘটনা সামনে আসছে। এভাবেই যদি চলতে থাকে, তাহলে বাংলার নিরাপত্তা গোটা দেশের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।