প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শহর কলকাতায় সাধারণ নিত্য যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনোর অন্যতম ভরসা হচ্ছে বাস। কেউ যদি মেট্রো না পায় বা সেই গন্তব্যস্থলে মেট্রো না চলে, তাহলে ভরসা রাখতে হয় বাসের ওপরেই। কিন্তু আজ যে ঘটনা ঘটে গেল খাস কলকাতার বুকে, তাতে প্রশ্ন উঠছে যে, বাসেও কি নিরাপদ সাধারণ মানুষ? একেবারে প্রকাশ্য রাস্তায় বিমানবন্দরে যাওয়ার পথে তেঘরিয়ার কাছে দাউদাউ করে এসি বাসে জ্বলে গেল আগুন। যে ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছেন যাত্রীরা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারা। কি ঘটনা ঘটেছে? হঠাৎ করে কেন এসি বাসে আগুন ধরে গেল কলকাতার বুকে?
জানা গিয়েছে, এদিন কলকাতায় একটি সরকারি বাস বারাসাত থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে হোটেলের ক্রসিংয়ের কাছে হঠাৎ করেই সেই এসি বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে বাসে যে কয়েক জন যাত্রী ছিলেন, তাদের নামিয়ে নেওয়া হয়। যতদূর খবর পাওয়া যাচ্ছে, কারও কোনো ক্ষতি হয়নি। তবে শর্ট সার্কিট থেকেই এসি বাসে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষ বাসে যাতায়াত করবে, সেটাও কি এখন নিরাপদ নয়? হঠাৎ করে যদি সরকারি এসি বাসে এইভাবে আগুন লেগে যায়, তাহলে মানুষের জীবনের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? কে তাদের সুরক্ষার দায়িত্ব নেবে? অল্পের জন্য এদিন হয়ত যাত্রীরা রক্ষা পেয়েছেন। কিন্তু যেভাবে শহর কলকাতার রাস্তায় প্রকাশ্যে এসি বাসের দাউদাউ করে আগুন জ্বলেছে, তাতে বড় বিপদ ঘটে যেতে পারত। সব মিলিয়ে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়ার পর এর কারণ হিসেবে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।
