প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আরজিকরের ঘটনার পরেও এই রাজ্যের সরকারি কর্মক্ষেত্র বা সরকারি জায়গাগুলিতে মহিলাদের নিরাপত্তা বলতে কিছু নেই। সম্প্রতি আবার রাজ্যের বুকে আরও এক জঘন্য ঘটনা ঘটে গিয়েছে। যেখানে পাঁশকুড়ার সরকারি হাসপাতালে এক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। যিনি আবার তৃণমূলের বড় সম্পদ বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পাঁশকুড়ায় যে ঘটনা ঘটেছে, যেভাবে সরকারি হাসপাতালের মধ্যে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসভ্যতা করা হয়েছে, এবার তার বিরুদ্ধেই পথে নামতে চলেছেন মহিলারা। আজ নন্দীগ্রাম থেকেই সেই বড় কর্মসূচির ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরজিকরের ঘটনার পর সম্প্রতি পাঁশকুড়ার ঘটনা সামনে আসার পর গোটা রাজ্যবাসী রীতিমতো হতাশ। সকলেই বলতে শুরু করেছেন যে, যতদিন না এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যাচ্ছে, ততদিন রাজ্যে এইরকম ঘটনা ঘটতেই থাকবে। তাই ২৬ এর নির্বাচনে এই সরকারকে বিদায় জানালেই রাজ্যে মহিলারা মাথা তুলে বাঁচতে পারবেন বলে মনে করছেন সমাজের একটা বড় অংশ। তবে আরজিকরের পরবর্তী সময়কালে গোটা রাজ্য জুড়ে যে সমবেত প্রতিবাদ দেখা গিয়েছিল, এক্ষেত্রেও কি সেরকম কোনো প্রতিবাদ কর্মসূচি হবে? সাধারণ মানুষ কি আবার জেগে উঠবে? মহিলাদের অসম্মানের প্রতিবাদে রাস্তায় নামতে দেখা যাবে নাগরিক সমাজকে? এই প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই পাঁশকুড়ায় যে বড় কর্মসূচি নিতে চলেছেন মহিলারা এবং সেই সমস্ত প্ল্যান যে তিনি রেডি করে ফেলেছেন, তা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দুবাবু নিজে এই কর্মসূচিতে থাকবেন কিনা, সেটা জানা যায়নি। তবে একটা বিষয় স্পষ্ট যে পাঁশকুড়ার এই ঘটনায় শাসককে রীতিমত চাপে ফেলে দিতে চাইছেন বিরোধী দলনেতা।
এদিন পাঁশকুড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, “১৮ সাল থেকে এরকম করেছে। মহিলাদের অসম্মানের জন্য আলাদা রুম ছিল। আগামীকাল পাঁশকুড়ায় মহিলারা ঝাঁটা মিছিল করছে।” বিশেষজ্ঞরা বলছেন, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের যে অসম্মান হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এবার মহিলাদেরই বেশি করে প্রতিবাদে নামাতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই পাঁশকুড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের সর্বস্তরের মা-বোনেদের জাগ্রত করতেই রাতারাতি সেই এলাকায় ঝাঁটা হাতে প্রতিবাদে দেখা যাবে মাতৃশক্তিকে। আর এই কর্মসূচির পেছনে যে শুভেন্দু অধিকারীর একটা বড় পরিকল্পনা রয়েছে এবং তিনিই যে প্রতিবাদের সুরটা সমাজের সর্বস্তরে এই নৈরাজ্যের বিরুদ্ধে বেঁধে দিতে চাইছেন, তাই এক প্রকার স্পষ্ট। তবে আগামীকাল পাঁশকুড়ায় মহিলাদের যে ঝাঁটা নিয়ে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, সেখানে শুভেন্দুবাবু নিজেও উপস্থিত থাকেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।