প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে কোনো মহিলা যে নিরাপদ নেই, তা আরজিকরের ঘটনা প্রমাণ করে দিয়েছিল। তবে যেভাবে নাগরিক সমাজ সেই ঘটনার পর পর পথে নেমেছিল, তাতে অনেকেই বিশ্বাসী ছিলেন যে, আর হয়ত এমন ঘটনা ঘটবে না। কিন্তু সম্প্রতি এই রাজ্যের বুকে পাঁশকুড়ায় সরকারি হাসপাতালের ভেতরে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। আর সেই ঘটনার প্রতিবাদেই আজ পাঁশকুড়ায় মহিলাদের পক্ষ থেকে যে ঝাঁটা মিছিল হয়েছিল, সেই মিছিলে পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গতকালই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে, আজ পাঁশকুড়ায় ঝাটা মিছিল হবে। মহিলারা সেখানে পথে নামবেন এই জঘন্য ঘটনার প্রতিবাদে। সরকারি হাসপাতালের মধ্যে যেভাবে স্বাস্থ্যকর্মীকে নির্যাতন করা হয়েছে, তাতে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কেন এই রাজ্যের বুকে আরজিকরের পর আবার সরকারি কর্মক্ষেত্রের মধ্যে মহিলাকে হেনস্থা হতে হলো, তা নিয়ে সোচ্চার হচ্ছে বিরোধীরা। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ বিজেপির পক্ষ থেকে পাঁশকুড়া থানা অভিযানের ডাক দেওয়া হয়।
এদিন পাঁশকুড়ায় মহিলাদের ঝাঁটা মিছিলে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মূলত, সরকারি হাসপাতালের মধ্যে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের প্রতিবাদেই বিজেপির মহিলা থেকে শুরু করে সর্বস্তরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। যেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা। যে প্ল্যাকার্ডে লেখা ছিল, ছিঃ, মমতা, ছিঃ। বিশেষজ্ঞরা বলছেন, ২৬ এর নির্বাচনের আগে ক্রমাগত এই রাজ্য সরকারকে চাপে রাখতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন বিরোধী দলনেতা। রাজ্যে যে আইনের শাসন নেই, তা একের পর এক ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সম্প্রতি সরকারি হাসপাতালের মধ্যে আবার যেভাবে একজন মহিলা স্বাস্থ্য কর্মীকে নির্যাতনের ঘটনা সামনে এসেছে, তাতে তৃণমূলকে আর এক চুল জায়গা ছাড়তে নারাজ বিরোধীরা। আর সেই কারণেই তড়িঘড়ি পাঁশকুড়ায় প্রতিবাদ কর্মসূচি করে শাসক দলকে আরও চাপে ফেলার কৌশল নিয়ে নিলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।