Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“সঠিকভাবে SIR হলে…..” তৃণমূলের কম্পন ধরিয়ে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে সঠিকভাবে এসআইআর হলে তৃণমূলের ক্ষমতায় টিকে থাকা মুশকিল। কারণ ভুয়ো ভোটার থেকে শুরু করে অবৈধ বাংলাদেশি এবং মৃত ভোটারদের নাম বাদ যাবে। এতদিন এই সমস্ত ব্যক্তিদের কাজে লাগিয়েই তৃণমূল একের পর এক নির্বাচন বৈতরণী পার হয়েছে। তবে এবার এসআইআরের যে সম্ভাবনা প্রকট হচ্ছে, তা যদি বাস্তবের রূপ নেয়, তাহলে তৃণমূলের ক্ষমতায় টিকে থাকা কার্যত অসম্ভব বলেই দাবি করছে গেরুয়া শিবির। তবে অনেকের মধ্যেই প্রশ্ন যে, যদি সত্যিই এসআইআর হয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে কত মানুষের নাম বাদ যেতে পারে? ইতিমধ্যেই দফাই দফায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠক হচ্ছে। যার ফলে এসআইআরের বিজ্ঞপ্তি ঘোষণা নিয়েও সম্ভাবনা ক্রমশ প্রকট হতে শুরু করেছে। আর তার মধ্যেই কত মানুষের নাম বাদ যাবে, তা নিয়ে বড় তথ্য পেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। যার ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছেই যে, এসআইআর বাংলায় হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে প্রশ্ন হচ্ছে, সঠিকভাবে কি বাংলায় এসআইআর হবে? আর সঠিকভাবে যদি এসআইআর হয়, তাহলে বিরোধীরা দাবি করছে যে, প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যেতে পারে। আর এই সমস্ত অবৈধ ব্যক্তিদের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে তৃণমূল এতদিন এদের কাজে লাগিয়ে যেভাবে ক্ষমতা দখল করেছে, সেই দিন শেষ হয়ে আসবে এবং এদের নাম বাদ গেলে তৃণমূলের বিদায় নিশ্চিত হবে এবং বিজেপি ক্ষমতা দখল করবে বলেই আশাবাদী পদ্ম শিবিরের নেতারা। আর সেই এসআইআরের প্রস্তুতি নিয়ে যখন বিভিন্ন মহলে চর্চা চলছে, ঠিক তখনই এক কোটিরও বেশি নাম বাদ যাবে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “১৩ লক্ষের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে। আর ওই ১৬ লক্ষ। ২৯ লক্ষের নাম তো চোখের সামনে। বিহারে সরকার সহযোগিতা করেছিল, রাজনৈতিক দলগুলিও সহযোগিতা করেছিল। ফলে সেখানে এসআইআর ১০০‌ শতাংশ সফল হয়েছে। এখানে বিএলওরা বিহারের মত কাজ করতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ আছে। তবে আমি বলব, সঠিকভাবে এসআইআর হলে গত ১০-১২ বছরে যেভাবে বাংলাদেশি মুসলমান এখানে ঢুকেছে, তাতে ১ কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত।”

Exit mobile version