Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিরাট আপডেট! কবে ফলপ্রকাশ? জেনে নিন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০১৬ সালের এসএসসি পরীক্ষা যে প্রহসনের পরীক্ষা হয়েছিল এবং সেখানে যে প্রচুর চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে সকলের কাছে। যার ফলে আদালতের নির্দেশে আবার নতুন করে পরীক্ষা দিতে হয়েছে যোগ্য চাকরিপ্রার্থীদেরও। তবে সকলের মধ্যে একটাই সংশয় যে, তারা আবার কষ্ট করে পরীক্ষা তো দিলেন। কিন্তু আদৌ তারা সঠিক ফলাফল পাবেন তো? আবার প্রহসনের পরীক্ষা হয়ে যাবে না তো? ইতিমধ্যেই দুই দফায় সেই এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আর এবার হতে চলেছে তার ফল প্রকাশ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এসএসসির দুই দফায় পরীক্ষা প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। তবে এক সময় যারা যোগ্যতার সহকারে চাকরি পেয়েছিলেন, কিছু অযোগ্য ব্যক্তির কারণে কেন আবার তাদের পরীক্ষা দিতে হবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। কিন্তু আদালতের নির্দেশের ফলে সকলকেই পরীক্ষা দিতে হয়েছে। তবে সকলেই তাকিয়ে ছিলেন, কবে ফলাফল প্রকাশ হয়, সেই দিকে। অবশেষে সেই ফলাফল প্রকাশের ব্যাপারে বড় খবর সামনে এলো। যার ফলে চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল।

সূত্রের খবর, আগামী সপ্তাহেই এসএসসির ফল প্রকাশ হতে চলেছে। জানা গিয়েছে, আগামী শুক্রবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল, তার ফলাফল ঘোষণা করা হতে পারে। পাশাপাশি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নবম এবং দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের পর বহু জটিলতা, বহু সমস্যার পর অবশেষে পরীক্ষা হয়েছে। আর পরীক্ষার পর সকলেই তাকিয়ে ছিলেন ফলাফলের দিকে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই সেই ফলাফল প্রকাশ হতে চলেছে। স্বাভাবিক ভাবেই ফলাফল প্রকাশের পর যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version