Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“শুধু কোর্টে নয়, আমরা মাঠেও আছি” বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুতে আদালত রিপোর্ট তলব করতেই ইঙ্গিতপূর্ণ শমীক!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে যখনই কোনো অন্যায়, অপরাধের মত ঘটনা ঘটে, তখনই বিরোধীরা চলে যায় আদালতে। আর আদালত থেকেই তারা সুবিচার নিয়ে আসে। তাই মাঝেমধ্যেই শাসক দল কটাক্ষ করে বলে, বিরোধীরা কোর্টে আছে, কিন্তু ভোটে নেই। তারা মানুষের ভোটে প্রত্যাখ্যাত। তবে সম্প্রতি কলকাতায় যে ঘটনা ঘটে গিয়েছে, যেভাবে ১০ জনের বেশি মানুষের প্রাণ চলে গিয়েছে, তাতে প্রথম দিন থেকেই সোচ্চার ছিল বিরোধীরা। আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গোটা ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। তবে এই ধরনের মর্মান্তিক বিষয় নিয়ে বিজেপি যে শুধু কোর্টে নয়, মাঠেও আছে, তা স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এক্ষেত্রে আরও ইঙ্গিতবাহী বক্তব্য রেখে মানুষের জন্যই আদালতের জন্ম হয়েছে, আদালতের জন্য মানুষের জন্ম হয়নি বলেও মন্তব্য করলেন তিনি।

 

আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সম্প্রতি বিদ্যুৎপৃষ্ট হয়ে যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। যেখানে রাজ্য সরকার, সিইএসসি এবং কলকাতা পৌরসভার কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি। তার বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, শুধুমাত্র আদালতের ওপর ভরসা করে তারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করছে না। তারা মানুষের সমর্থন নিয়েই এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে রয়েছেন।

এদিন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আদালত আদালতের কাজ করেছে। আইন আদালত ভিন্ন বিষয়। ওটা কোর্টে সিদ্ধান্ত হবে। আমরা শুধু কোর্টে নেই। মাঠেও আছি। আমরা আমাদের মত করে বলছি। পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মনে রাখবেন, মানুষের জন্য আদালতের জন্ম হয়েছে, আদালতের জন্য মানুষের নয়। মানুষের আদালতে এটা প্রমাণিত, এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা প্রশাসনিক বিপর্যয়। এটা তৃণমূলের ব্যার্থতা, অপদার্থতা। তাদের কারণেই এই ঘটনা ঘটেছে।”

Exit mobile version