Site icon প্রিয় বন্ধু মিডিয়া

শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়াবেন অভিষেক? সুকান্তর বক্তব্যের পরেই কি মন্তব্য তৃণমূল সাংসদের?

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এসআইআরকে কেন্দ্র করে শাসক থেকে শুরু করে বিরোধী, দুই দলের মধ্যে প্রতিনিয়ত বক্তব্যের মধ্যে দিয়ে আক্রমণ, প্রতি আক্রমণ চলছে। আর এসবের মধ্যেই সম্প্রতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি তথ্য প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন। তবে এই ব্যাপারে অভিষেকবাবুর প্রতিক্রিয়া কি, তা জানতে উদগ্রীব ছিলো সংবাদমাধ্যম। অবশেষে আজ সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।

ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত প্রত্যেকটি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে দাবি করছেন যে, এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করে দেখাবেন। আর তার মধ্যেই সম্প্রতি একটি মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আবার দাবি করেন যে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াতে পারেন। তিনি বোঝানোর চেষ্টা করেন যে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করে তিনি সরকারের অন্যতম ক্ষমতার কেন্দ্র বিন্দুতে আসার জন্যই নন্দীগ্রামে দাঁড়াতে পারেন। তবে সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের কি বক্তব্য বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, সেদিকেই প্রত্যেকের নজর ছিলো। অবশেষে আজ সেই ব্যাপারে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন সেবাশ্রয় ২ প্রকল্পের সূচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। যেখানে সাংবাদিকরা সুকান্ত মজুমদারের যে বক্তব্য যে, তিনি নন্দীগ্রামে দাঁড়াতে পারেন, সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, “সুকান্তবাবুকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে। কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের ওপর ছেড়ে দিক। আমাকে দল যেখানে যেভাবে কাজে লাগাবে, আমি সেখানে সেভাবে কাজ করবো। আমাকে যদি বলে, নন্দীগ্রামে দাঁড়াও, দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো, তাহলে ৮ হাজার ভোটে জিততো না।”

Exit mobile version