Site icon প্রিয় বন্ধু মিডিয়া

শুভেন্দুর অশালীন মন্তব্যে প্রতিবাদ, অথচ অনুব্রতর কুকথায় কেন নীরব পুলিশের পরিবার?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের পুলিশ দলদাস এবং তৃণমূলের হয়ে কাজ করছে, এই অভিযোগ সব থেকে বেশি তুলতে দেখা যায় বিরোধীদের। সম্প্রতি নবান্ন অভিযানের দিন রাজ্যের বিরোধী দলনেতা কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে একটি মন্তব্য করেছিলেন। যা নিয়ে শাসকদলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। অনেকেই আশঙ্কা করছিলেন যে, এবার বিরোধী দলনেতাকে জব্দ করার জন্য পুলিশের পরিবারের সদস্যাদের হয়ত নামিয়ে দেওয়া হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে। আর সেই আশঙ্কাই সত্যি হলো। আজ দেখা গেল, পুলিশের যারা অফিসার রয়েছেন, তাদের পরিবারের সদস্যারা সাংবাদিক বৈঠক করলেন। আর সেখানেই সরাসরি পুলিশ মহলকে অপমানের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতার ঘাড়ে দায় চাপালেন, বিভিন্ন প্রশ্ন করলেন। বিরোধী দলনেতার সভা থেকেই নাকি পুলিশ মহলকে অপমান করা হচ্ছে, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু পুলিশের পরিবারের সদস্যারা এই বিষয়ে প্রতিবাদ করলেও, তৃণমূলের নেতারা যখন পুলিশকে উদ্দেশ্য করে কথা বলেন, পুলিশের মা, বউ তুলে ধর্ষণের হুমকি দেন, তখন কেন তারা চুপচাপ থাকেন? তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

বলা বাহুল্য, এদিন পুলিশ মহলকে অপমানের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করেন পুলিশ পরিবারের সদস্যারা। যেখানে তারা শুভেন্দু অধিকারী প্রতিটি সভা থেকে পুলিশকে অপমান করছেন বলে দাবি করেন। এমনকি ৯ আগস্ট নবান্ন অভিযানদের দিন যে মন্তব্য তিনি করেছেন, তাকে হাতিয়ার করে সোচ্চার হন পুলিশ পরিবারের মহিলারা। আর এই ঘটনা সামনে আসতেই বিরোধীদের প্রশ্ন যে, শুভেন্দু অধিকারী যা বলেছেন, সেটা না হয় অন্যায়, তিনি না হয় ভুল করেছেন। কিন্তু এই পুলিশ তৃণমূলের দলদাসত্ব করতে গিয়ে যেভাবে তৃণমূল নেতার কাজ থেকেই কুকথা শুনেছে, সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এই পুলিশ পরিবারের মহিলারা রাস্তায় নেমেছিলেন কি? এভাবে প্রেস কনফারেন্স করতে সাহস পেয়েছিলেন তারা? নাকি তৃণমূল বলেই ছাড়! তৃণমূল নেতা বলেই তাদের পরিবারকে যা খুশি বললেও, সেই শাসক নেতার বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন না? শুধুমাত্র যত আইন শুভেন্দু অধিকারীর বেলায়! তা নিয়েও প্রশ্ন তুলছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল।

বিজেপির ঘনিষ্ঠ মহলের বক্তব্য, অনুব্রত মণ্ডলের বেলায় পুলিশ মহলের পরিবারের সদস্যদের এই প্রতিবাদ কোথায় ছিল? তখন কেন তারা মুখ বন্ধ করেছিলেন? শুভেন্দু অধিকারীর কথাই তারা দেখতে পেলেন? শুভেন্দু অধিকারী তো পুলিশ দলদাসের মত তৃণমূলের হয়ে কাজ করছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। সেক্ষেত্রে তিনি যদি কোনো অশালীন মন্তব্য করে থাকেন, অবশ্যই তা নিয়ে তারা প্রতিবাদ করতেই পারেন। কিন্তু তার অনেক আগে তো অনুব্রত মণ্ডলের মত তৃণমূল নেতা বোলপুরের আইসিকে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন, এমনকি যে পুলিশ পরিবারের সদস্যারা আজকে প্রতিবাদ করছেন যে, তাদের তাদের বাড়ির গৃহকর্তাকে অপমান করা হচ্ছে! সেদিন তো বোলপুরের আইসির মা, বউকেও কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তখন তারা কেন রাস্তায় নামেননি? তাহলে কি তারা শাসকের পক্ষ নিয়ে কাজ করছেন! আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতে হবে জন্যই আজকে রাস্তায় নেমে নিজেদের আরো বেশি করে বিতর্কের মুখে নিয়ে চলে এলেন? প্রমাণ করে দিলেন যে, তারা শুধুমাত্র বিরোধী নেতার কথাতেই প্রতিবাদ করতে জানেন। কিন্তু শাসকদলের কোনো নেতা যদি তাদের পরিবারকে অপমান করে, কুকথা বলে, তবুও তারা নীরব থাকবেন? প্রশ্ন তুলছেন রাজনৈতিক সমালোচকরা।

Exit mobile version