Site icon প্রিয় বন্ধু মিডিয়া

স্বামীজীর জন্মদিনেও এত ঔদ্ধত্য তৃণমূলের? যুবরাজ লেখা ছবি দেখে তাজ্জব হয়ে গেলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকাল থেকেই বিভিন্ন জায়গায় মহাসমারোহে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পালা চলছে। প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সেই দলের নেতা কর্মীরাও স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। কিন্তু স্বামীজীর থেকেও কি তৃণমূলের কাছে বড় যুবরাজের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিরোধীদের পক্ষ থেকে এই প্রশ্নটা তোলা হচ্ছে কারন, আজ সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। আর তার আগে তাকে স্বাগত জানিয়ে সেখানে যুবরাজ লিখে তার ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে। আর সেই বিষয়টি দেখেই রীতিমত তাজ্জব বনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি করে তৃণমূলের এত ঔদ্ধত্য হতে পারে? কি করে তারা স্বামীজীর থেকেও নিজেদের দলের কোনো একজন নেতাকে যুবরাজ হিসেবে তুলে ধরে আজকের দিনেও তার প্রচার করতে বাকি রাখছে না, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

দীর্ঘদিন ধরেই স্বামীজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অতীতেও প্রত্যেকবার তিনি এই দিনটিতে স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানাতে শিমলা স্ট্রিটে হাজির হন। এখন হয়ত তিনি বিরোধী দলনেতা হয়েছেন, তার পদের প্রতিপত্তি বেড়েছে। সেই কারণে তাকে প্রচারের আলোয় সকলে নিয়ে আসেন‌। কিন্তু যখন তিনি সেভাবে কিছুই ছিলেন না, তখনও তিনি স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসতেন। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী শুভেন্দু অধিকারী কখনই স্বামীজীর থেকে নিজেকে বড় ভাবেননি বা সেই রকম চিন্তা ভাবনাও তার মাথায় আসেনি। স্বামীজীর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাজনৈতিক নেতারা তাদের বার্তা দিতেই পারেন। কিন্তু স্বামীজীর থেকেও নিজেকে ঊর্ধ্বে মনে করে কেউ একজন কেন নিজেকে যুবরাজ হিসেবে তুলে ধরবেন, কেন তার ছবির নীচে যুবরাজ লেখা থাকবে? আজকের মত দিনে কেন সেটাকে তৃণমূল প্রশ্রয় দেবে, এটা কি ঘুরিয়ে স্বামীজিকে অপমান করা নয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার নীচে যুবরাজ লেখা নিয়ে এবার সেই প্রশ্নই তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি প্রত্যেক বছর স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার, হোর্ডিং দিই। কিন্তু আমার নামটা লিখতে দিই না। আর এর উল্টোদিকে…. স্বামীজিই আসল যুবরাজ‌। অন্য কেউ যুবরাজ নন। আমি শুনেছি, এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে, এখানে অন্য কারও ছবি লাগাবেন না। তারপরেও শোনেনি। এদের ঔদ্ধত্য কোথায় গেছে! মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাতুষ্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে। স্বামীজিই একমাত্র যুবরাজ।”

Exit mobile version