Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking তাহেরপুরে রওনা দিয়েও ফিরে এলো মোদীর কপ্টার! সভার কি হবে? গুঞ্জন সর্বত্র!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ তাহেরপুরে একদিকে প্রশাসনিক সভা, আর একদিকে দলীয় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তার এই সভায় সাধারণ মানুষের উপস্থিতি রীতিমত চোখে পড়ার মত। সকলের মধ্যেই ব্যাপক উন্মাদনা কাজ করছে। কখন প্রধানমন্ত্রী আসবেন, কখন তিনি বার্তা দেবেন, তার অপেক্ষায় রয়েছে বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কলকাতা থেকে হেলিকপ্টার করে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ঘন কুয়াশা থাকার কারণে রানাঘাটে নামতে পারলো না প্রধানমন্ত্রী কপ্টার। যার ফলে তা আবার ফিরে গিয়েছে দমদমে। আর এখানেই বিভিন্ন মহলে সংশয় তৈরি হয়েছে যে, তাহলে এই জোড়া সভার ভবিষ্যৎ কি? প্রধানমন্ত্রী কি তাহলে আজকের সভায় উপস্থিত হবেন না, নাকি তিনি যাতে সেখানে পৌঁছতে পারেন, তার জন্য বিকল্প কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে?

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নেমে গিয়েছেন। আর তারপরেই সেখান থেকে তার কপ্টার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে খবর আসে। কিন্তু মাঝপথেই ছন্দপতন ঘটে গিয়েছে। যেখানে ঘন কুয়াশা থাকার কারণে এবং কম দৃশ্যমানতার জন্য রানাঘাটে প্রধানমন্ত্রীর সেই কপ্টার নামতে পারেনি। পরবর্তীতে তা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে দমদম বিমানবন্দরে। বর্তমানে সেখানেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই যে সভা চলছে, যে সভায় প্রচুর মানুষ অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর মুখ থেকে কথা শোনার জন্য, সেখানে তিনি কি করে পৌঁছবেন, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন সকলের কাছে।

বিশেষ সূত্র মারফত পাওয়ার খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলেও, ঘন কুয়াশার কারণে তা নামতে পারেনি। যার ফলে নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর সেই কপ্টার দমদম বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেই কপ্টারেই রয়েছেন প্রধানমন্ত্রী। তবে যে সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছে, তাতে তাহেরপুরে যে জোড়া সভা প্রধানমন্ত্রীর রয়েছে, সেখানে তিনি সড়ক পথে যেতে পারেন। তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। এখনও এই ব্যাপারে চূড়ান্ত কোনো খবর সামনে আসেনি। সব মিলিয়ে ঘন কুয়াশার কারণে প্রধানমন্ত্রী কপ্টার যেভাবে তাহেরপুরে নামতে পারলো না, যেভাবে তার কপ্টার দমদম বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হলো, তাতে তিনি তাহেরপুরের এই সভায় কি করে পৌঁছন, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

Exit mobile version