প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২০২১ এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখিয়ে দিয়েছিলেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাজেয় নন। এখন প্রত্যেকটি সভা থেকেই তিনি দাবি করছেন যে, আগামী ২৬ এর নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে শুভেন্দু অধিকারী কোথা থেকে লড়াই করবেন? তিনি কি এবারেও নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য তিনি ভবানীপুরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আর এই সমস্ত প্রশ্নের মাঝেই এবার মকর সংক্রান্তির দিনে ঝাড়গ্রামে গিয়ে আদিবাসীদের সঙ্গে মিলিত হওয়ার পর ইঙ্গিতপূর্ন বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
২৬ এর নির্বাচনের আগে প্রত্যেকটি সভা থেকেই শুভেন্দু অধিকারী পরিবর্তনের ডাক দিচ্ছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুরেও পরাজিত করবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। যার ফলে সকলের মধ্যেই কৌতুহল তৈরি হচ্ছে যে, তাহলে শুভেন্দু অধিকারী কোথায় দাঁড়াবেন? তিনি কি এবার নির্বাচনে লড়াই করবেন, নাকি মেঘনাদের মত বিজেপি প্রার্থীদের জয়লাভ করানোর ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করবেন? আর এই সমস্ত জল্পনার মাঝেই আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি আদৌ দাঁড়াবো কি না, সেটা বিজেপি ঠিক করবে। আমি দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করি না। এই যে আজকে ঝাড়গ্রামে এসেছি, এই আসনটা এসটি রিজার্ভ। আমি এখানে ২০১০ এ এসেছিলাম, তখন তৃণমূল ছিল না. এখানে ঝাড়খন্ড পার্টি ছিলো, ধামসা মাদল চিহ্ন। আর ছিলো সিপিএম।”
