Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তাঁর বান্ধবী থাকলেও, অনেকের দুটো বউ? দলীয় নেতাদের কেচ্ছা ফাঁস করে অর্পিতার কথা স্বীকার পার্থর!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং পরবর্তীতে সেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব নিয়ে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। অনেকেই বলতে শুরু করেন, এত বড় বয়স্ক একটি মানুষের বান্ধবী, তিনি আবার জনপ্রতিনিধি, ফলে তার লজ্জা বলতে কি কিছু নেই? সমাজে কি করে মুখ দেখান এই সমস্ত মানুষরা? এমনকি বিরোধীরাও পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পর তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন কটাক্ষ করেছে। হাঁটুর বয়সী একটি মেয়ের সঙ্গে কি করে বন্ধুত্বের সম্পর্কে গড়ে তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তা নিয়েও বিভিন্ন চর্চা হয়েছে। অবশেষে গতকাল জেল থেকে মুক্ত হওয়ার পর আজ এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের কথা স্বীকার করে নিয়ে দলেরই কি অন্যান্য নেতাদের কেচ্ছা ফাঁস করে দিলেন পার্থ চ্যাটার্জি?

পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতি করে জেলে গিয়েছেন, তা প্রত্যেকের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও বা জেল থেকে ফিরে আসার পর এখনও পর্যন্ত নিজেকে সৎ বলে দাবি করছেন তিনি। তবে জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। এখনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানার কথা বলে দিয়েছেন। তবে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যে চর্চা দীর্ঘদিন ধরে হয়েছে, এমনকি দলের মধ্যেও অনেকে যে এই বিষয় নিয়ে কথা বলেছেন, তা খুব ভালো মতই জানেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাই জেল থেকে মুক্ত হওয়ার পর নিজের বান্ধবীর কথা স্বীকার করে নিয়ে যারা এই বিষয় নিয়ে চর্চা করেছেন, এমনকি তাকে কটাক্ষ করেছেন, তাদের পাল্টা জবাব দিলেন বেহালা পশ্চিমের বিধায়ক।

এদিন নিজের বাড়িতে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দলের অনেক নেতাদের দুটো বউ থাকলেও, তার একটি বান্ধবী রয়েছে এবং সেই কথা তিনি স্বীকার করে নিচ্ছেন বলে জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। ঘুরিয়ে তাহলে কি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায় কেই কথা শুনিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী? পাশাপাশি সৌগত রায়ের কথাও উত্থাপন করতেও দেখা যায় পার্থবাবুকে। তিনি বলেন, “অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কি আছে? আপনারা যদি শোভন, বৈশাখীকে দিয়ে দেখাতে পারেন, তাহলে দেখাবেন। আরে দলে অনেককে খুঁজে পাবেন। সৌগতদাকে খুঁজে পাবেন। এরকম যারা যারা আছে। দিদিমণি যে খবর রাখেন না, তা তো নয়। সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের দেখেন, তাদের কটা বদল হলো, তার খবর রাখেন না? হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, অর্পিতা আমার বান্ধবী। তাতে আপনি কি করবেন? যার বউ আছে, তার দুটো বউ থাকতে পারে। আর আমার একটা বান্ধবী থাকতে পারে না? দেখুন আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে যারা বিদ্রুপ করেছিলেন, তাদের প্রতি আমার সহানুভূতি হয়‌। কারণ তাদের সবটাই আমি জানি।”

আর এখানেই বিরোধীরা পাল্টা বলছেন যে, এতকিছুর পরেও বিন্দুমাত্র লজ্জা বলতে কিছু নেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর? তিনি আবার গর্বের সঙ্গে বলছেন যে, অর্পিতা তার বান্ধবী! অবশ্য তিনি কি করবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তার বান্ধবীকে নিয়ে যে সমস্ত কথা তিনি জেলে থাকার সময় হয়েছে, সেই ব্যাপারে বলতে গিয়ে পাল্টা দলেরই একাংশ নেতার নাম করে যে ইঙ্গিত পার্থ চট্টোপাধ্যায় করলেন, তাতে অনেকেই বলছেন যে, তাহলে কি তৃণমূলের মধ্যে এরকম আরও অনেকে রয়েছেন, যাদের একাধিক বান্ধবী রয়েছে! এমনকি বউ থাকতেও তারা দু দুটো বউ রেখেছেন? পার্থ চট্টোপাধ্যায়ের আজকের মন্তব্য তৃণমূল নেতাদের গোপন কেচ্ছা ফাঁস করে দেওয়ার পথে বড় ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version