প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা বাংলা তথা গোটা দেশ। এর আগে ১ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল ব্রিগেড ময়দানে। কিন্তু আজ সেই পরিধি বাড়িয়ে প্রায় ৫ লক্ষ কন্ঠে হতে চলেছে গীতা পাঠের অনুষ্ঠান। সকাল থেকেই দূর দূরান্তের জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন সাধু সন্তরা। প্রত্যেকের আবেগ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হতে দেখা যাচ্ছে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে।
পশ্চিমবঙ্গের বুকে হিন্দু সনাতনীরা যে সুরক্ষিত নয়, তা নতুন করে বলতে হবে না। বিভিন্ন জায়গায় তাদের উৎসব, আচার, অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সামনেই বিধানসভা নির্বাচন। সকল হিন্দু সনাতনীরা এবার পরিবর্তনের লক্ষ্যে আওয়াজ তুলছেন। আর তার মধ্যেই আজ সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই প্রচুর সাধু, সন্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। মূলত তিনটি মঞ্চ করা হয়েছে। সকাল ন’টা থেকে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও, তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রচুর মানুষ আসতে শুরু করেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যার ফলে আজ এই ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের যে কর্মসূচি, তা এক ঐতিহাসিক মাত্রা নেবে বলেই আশা করছে সনাতন সংস্কৃতি সংসদ।
ইতিমধ্যেই এই গীতা পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ধাপে ধাপে গীতা পাঠের মত পবিত্র কর্মসূচি শুরু হবে। আর সনাতন সংস্কৃতিকে জাগ্রত করতে, সনাতনীদের ঐক্যবদ্ধ করতে ৫ লক্ষ কন্ঠে এই যে গীতা পাঠের মহতি আয়োজন করা হয়েছে, তাতে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষকে এই কর্মসূচিতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এখন লক্ষ লক্ষ সনাতনীদের খোল, করতাল, কীর্তনে রীতিমত মুখরিত হয়ে উঠেছে শহর কলকাতা।
