Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“দ্যা বেঙ্গল ফাইলস” বিতর্কের মাঝেই মোদীকে বিরাট উপহার, শমীকের সংবর্ধনায় অভিনবত্বের ছোঁয়া!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই এই রাজ্যের বুকে “দ্যা বেঙ্গল ফাইলস” সিনেমার ট্রেলার রিলিজ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। যেখানে পরিচালক নিজে অভিযোগ করেন, বিশিষ্ট চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মাটিতে দাঁড়িয়ে এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরোক্ষে তিনি এই রাজ্যের শাসক দলকেই আক্রমণ করেন। আর সেই রকম একটি আবহে দাঁড়িয়ে আজ নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক সভায় অংশগ্রহণ করলেন, ঠিক তখনই তার হাতে যে উপহার তুলে দেওয়া হলো, “দ্যা বেঙ্গল ফাইলস” বিতর্কের মধ্যেই অত্যন্ত ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। যেখানে বিজেপির রাজ্য সভাপতি বিশিষ্ট চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের আঁকা ছবি তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে।

প্রসঙ্গত, আজ যশোর রোড স্টেশন থেকে মেট্রো রুটের উদ্বোধন করে সরাসরি প্রধানমন্ত্রী চলে আসেন বিজেপির রাজনৈতিক মঞ্চে। দমদমে কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে আয়োজিত বিজেপির এই সভায় প্রধানমন্ত্রী উপস্থিত হতেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। আর তারপরেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য প্রধানমন্ত্রীকে সংবর্ধিত করেন। যেখানে শমীকবাবুর পক্ষ থেকে বিশিষ্ট চিত্রশিল্পী সমীর আইচের আঁকা চিত্র পরিচালক প্রয়াত সত্যজিৎ রায়ের ছবি তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। এখন অনেকে বলতেই পারেন যে, বিজেপির পক্ষ থেকে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্যই প্রধানমন্ত্রীকে এই ছবি দেওয়া হয়েছে। কিন্তু এর পেছনে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যন্ত ইঙ্গিতবাহী কিছু বিষয় খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞদের একটা অংশ।

তাদের বক্তব্য, কিছুদিন আগেই বাংলায় “দ্যা বেঙ্গল ফাইলস” তার ট্রেলার রিলিজ করতে গিয়ে পরিচালককে ব্যাপক বাধার মুখে পড়তে হয়। এই রাজ্যের শাসকদলের ষড়যন্ত্রেই যে গোটা ঘটনা ঘটছে, তা নিয়ে সোচ্চার হয় বিরোধীরা। যেখানে সত্যজিৎ রায়ের মত মানুষ জন্মগ্রহণ করেছেন, সেখানে কি করে সিনেমার ট্রেলার রিলিজ করতে বাধা পেতে হয়, তা নিয়ে স্বয়ং পরিচালক পর্যন্ত প্রশ্ন তোলেন। আর সেই আবহেই দাঁড়িয়ে শাসকের অস্বস্তি বাড়িয়ে সত্যজিৎ রায়ের আঁকা ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে একদিকে বাংলার সংস্কৃতিকে রক্ষা এবং অন্যদিকে বাংলায় সিনেমা ট্রেলার ডিলিজ করতে যেভাবে বাধা পেতে হয়েছে, সেই বিষয়টিকে পরোক্ষে উসকে দিয়ে শাসককেই চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Exit mobile version