Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ? এবার শওকত মোল্লার গাড়ি ঘিরে “চোর, চোর” স্লোগান!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের আগে যত সময় এগোচ্ছে, ততই মানুষের ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে বাড়তে শুরু করেছে। এতদিন পুলিশের ভয়ে তৃণমূলের যারা গুন্ডারা রয়েছেন, সমাজবিরোধীরা রয়েছেন, তাদের ভয়ে মানুষ চুপ করে মুখ বুজে সবকিছু সহ্য করতেন বলেই দাবি বিরোধীদের। কিন্তু এবার নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে, এবার তৃণমূলকে বিদায় জানাতে হবে। আর তার জন্য দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের। তৃণমূলের দাপুটে বিধায়কদের মধ্যে অন্যতম শওকত মোল্লা। এবার তার গাড়ি ঘিরেই রীতিমতো উঠলো চোর, চোর স্লোগান।

সূত্রের খবর, এদিন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি ঘিরে চোর, চোর স্লোগান ওঠে। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় ঘটকপুকুর এলাকায়। জানা গিয়েছে, এদিন ঘটকপুকুর এলাকা দিয়ে যাচ্ছিল শওকত মোল্লার গাড়ি। আর সেই সময় আইএসএফের একটি কর্মসূচি ছিল সেখানে। শওকত মোল্লার গাড়ি দেখার সঙ্গে সঙ্গেই তার গাড়ি ঘিরে চোর, চোর স্লোগান দিতে শুরু করেন আইএসএফ কর্মী সমর্থকরা।

আর এই দৃশ্য সামনে আসার পরেই বিশেষজ্ঞরা বলছেন যে, এবার শওকত মোল্লার মত নেতাকে দেখেও আর কেউ ভয় পাচ্ছেন না। এতদিন তাকে দেখে অনেকেই ভয়ে গুটিয়ে থাকতেন। কিন্তু বিরোধী দল আইএসএফের পক্ষ থেকে যেভাবে প্রকাশ্যেই এই তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে চোর, চোর স্লোগান উঠলো, তাতে বোঝাই যাচ্ছে যে, তৃণমূলের যত বড়ই নেতা হোক না কেন, মানুষ আর মুখ বন্ধ করে রাখতে রাজি নয়। বিরোধীরা এখন একেবারে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে শুরু করেছে। যার ফলে শওকত মোল্লার মত বিধায়কও এই বিক্ষোভের মুখে পড়ে যথেষ্ট অস্বস্তিতে বলেই দাবি বিরোধী শিবিরের।

Exit mobile version