Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলের কর্মসূচি, আগেভাগেই ছুটি স্কুলে! শিক্ষা ব্যবস্থার দফারফা রাজ্যে? কটাক্ষ বিরোধীদের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে গোটা শিক্ষা দপ্তরটাই দুর্নীতির সঙ্গে জড়িত। শিক্ষা ব্যবস্থাকে কি করে শেষ করা যায়, তার সব রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস এবং তার প্রশাসন করেই চলেছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে স্কুলে স্কুলে যেভাবে অরাজকতার ছবি সামনে আসছে, যেভাবে একটি স্কুলে শিক্ষক শাসনের ঘটনার সামনে এসেছে, তাতে এই সমস্ত প্রশ্নই উঠতে শুরু করেছে। আর এবার আমডাঙায় তৃণমূলের একটি কর্মসূচি থাকার জন্য নির্ধারিত সময়েই ছুটি দিয়ে দেওয়া হলো স্কুলে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠছে যে, কেন স্কুলের সময় তৃণমূলের কর্মসূচি হবে? আর কেনই বা তাদের কর্মসূচির জন্য আগেভাগে ছুটি দিয়ে দেওয়া হবে শিক্ষার্থীদের?

জানা গিয়েছে, আজ রাজ্যের এক শিক্ষাঙ্গনে আরও এক আশ্চর্যজনক ছবি সামনে এসেছে। যেখানে স্কুল চলছে, সামনেই পুজোর ছুটি পড়ে যাবে, তার আগে শিক্ষার্থীদের আরও বেশি বেশি করে যতটা সময় আছে, ততটা সময় ধরে ক্লাস নেওয়া প্রয়োজন, সেখানে আগেভাগেই স্কুলে ছুটি দিয়ে দেওয়া হলো। কারণ কি? কারণ, সেই স্কুলে তৃণমূলের বস্ত্রদান কর্মসূচি আছে। আর সেই কর্মসূচির কারণেই শনিবার দিন দুটো পর্যন্ত ক্লাস হওয়ার কথা থাকলেও ১২ টাতেই ছুটি দিয়ে দেওয়া হলো স্কুলে। আর আমডাঙায় এই ঘটনা সামনে আসতেই রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষার পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপির ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, রাজ্যে শিক্ষার পরিবেশ বলে আর কিছু নেই। সমস্ত কিছুতেই রাজনীতি এবং লুটতরাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতারা চায়, রাজ্যে যেন কোনো শিক্ষিত যুবক, যুবতী না থাকে। কারণ যত বেশি এরা শিক্ষা পাবে, তত বেশি এরা তৃণমূলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে। তাই পাকাপাকিভাবে শিক্ষার দফারফা করতে চাইছে তৃণমূল কংগ্রেস। স্কুল চলাকালীন স্কুলের ভেতরে রাজনৈতিক কর্মসূচি করে আগেভাগেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে জবাবদিহি তলব করা প্রয়োজন। শুধুমাত্র তৃণমূলের কর্মসূচির কারণে কেন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাদান ব্যাহত হবে? তা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা।

Exit mobile version