Site icon প্রিয় বন্ধু মিডিয়া

তৃণমূলের কোষাগারে এত টাকা? উৎস কি? সামনে আনলেন শুভেন্দু! জানলে চমকে যাবেন!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এখন আবার নতুন করে ইচ্ছে হয়েছে, তিনি ভারত ভ্রমণ করবেন। গতকাল বনগাঁর সভা থেকে এসআইআরের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। সাথে সাথে এটাও বলেছেন যে, বিধানসভা নির্বাচনের পর তিনি গোটা দেশ চষে বেড়াবেন। তবে এর আগেও তিনি গোটা দেশ ভ্রমণ করেছিলেন। কিন্তু তার নিট ফল কি হয়েছে, তা খুব ভালো মতই দেখেছে রাজ্যবাসী এবং দেশবাসী। দিনের শেষে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেশ ভ্রমণের কথা বলছেন, তখন তৃণমূলের যে প্রচুর টাকা এবং সেই টাকা নিয়ে তারা যে গোটা দেশ চষে ফেলতে পারে, সেই বিষয় নিয়ে বড় তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একসময় তৃণমূলের সঙ্গেই ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূল দলের দুর্নীতি, তাদের মানুষের প্রতি অত্যাচার, মানুষের সঙ্গে দূরত্বের কারণেই ২০২১ সালের আগে দল পরিবর্তন করে বিজেপিতে যুক্ত হয়েছেন তিনি। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আতঙ্কে রয়েছেন, কারণ এসআইআর হলে তার অবৈধ ভোটব্যাঙ্ক থাকবে না। তিনি ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন। যার ফলে বনগাঁয় সভা করে এসআইআরের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে বলেই দাবি করছে বিরোধীরা। এমনকি সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের পর ভারত ভ্রমণ করবেন বলেও জানিয়ে দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোষাগারে যে বিপুল টাকা রয়েছে, তাই তারা গোটা দেশ খুব সহজেই চষে ফেলতে পারে। সেই বিষয় উল্লেখ করে সেই টাকার উৎস সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায় ভারত ভ্রমণ করার কথা বলেন। আর তার পাল্টা বীরভূমের সাঁইথিয়ার পরিবর্তন সংকল্প সভা থেকে তাকে জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনাকে বেরোতে কে না বলেছে? দুটো চার্টার্ড আছে, চারটে হেলিকপ্টার আছে। ১৬০০ কোটি টাকা অ্যাকাউন্টে আছে। ডিয়ার লটারি, মার্টিন লটারি টাকা দিয়েছে। এটা তো অ্যাকাউন্টের টাকা। পলিটিক্যাল বন্ড, ইলেক্টোরাল বন্ড। এর বাইরেও তো ৭৫-২৫ ভাগ। অগুন্তি টাকা। কোনো নদীর অস্তিত্ব নেই। পাথর খাদান নেই। তোলা তোলো। টাকার তো অভাব নেই। বেরিয়ে পড়ুন”

Exit mobile version