প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দীর্ঘদিন ধরেই এই রাজ্যের বুকে একটা গুঞ্জন চলছে যে, বিজেপির এই রাজ্যের নেতা কর্মীরা তো চাইছেন যে, রাজ্যে পরিবর্তন আসুক। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি চাইছে রাজ্যে ক্ষমতায় আসতে? অনেকেই আবার বলতে শুরু করেছিলেন যে, দুই দলের মধ্যেই নিশ্চিত সেটিং রয়েছে। আর সবথেকে বেশি এই অভিযোগ তুলতে দেখা গিয়েছিল বাম এবং কংগ্রেসকে। আর এই পরিস্থিতিতে অমিত শাহ যখন রাজ্যে এসে সাংবাদিক বৈঠক করছেন, তখন এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় ছিলো গোটা রাজ্য। অবশেষে আজ সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পশ্চিমবঙ্গের বুকে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মূল মাথারা ছাড় পেয়ে যাচ্ছে বলেই অভিযোগ। সেক্ষেত্রে চুনোপুঁটিদের গ্রেপ্তার করে কেন রাঘব বোয়ালদের ছেড়ে দেওয়া যাচ্ছে, তা নিয়েও অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। যার ফলে সেটিং যে দিদি এবং মোদীর মধ্যে রয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন অনেকেই। আর এই পরিস্থিতিতে এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন অমিত শাহ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তৃণমূল এবং বিজেপির সেটিং নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই বিষয়ে অমিত শাহ বলেন, “এখন কেউ যদি বলে, আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছি। এটা ভ্রান্ত ধারণা ছড়ানোর থাকলে ছড়াক। কিন্তু বিজেপির একজন নেতাও যারা অনুপ্রবেশকারী, তাদের যারা আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে নেই। আমরা সবাই তৃনমূলকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর।” পাশাপাশি বিজেপি যে কোনো এজেন্সির কাজে হস্তক্ষেপ করে না, সেই কথাও স্পষ্ট করে দিলেন তিনি।
