প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল নামক শক্তির এবার বিদায় হবে কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। অনেকেই বলছেন, তৃণমূলকে ক্ষমতা থেকে এবার বিদায় করতে না পারলে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। অনেকে আবার বলছেন, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারে বিজেপি। কিন্তু তাদের সেই সংগঠন কোথায়? তবে রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই শমীকবাবু নিশ্চিত হয়ে গিয়েছেন যে, এবার তৃণমূল বিদায় নিচ্ছেই। বারবার করে তিনি নিজের বক্তব্যের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে এবার তৃণমূলের লড়াই হবে বলে দাবি করছেন। আর এবার রাজ্যের শাসক দলকে অভিশাপ বলে আক্রমণ করলেন শমীক ভট্টাচার্য।
ইতিমধ্যেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে শাসক বনাম বিরোধী রাজনৈতিক তরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। তৃণমূল দাবি করছে, এসআইআর হওয়ার পর বিজেপির আসন গতবারের থেকে আরও কমবে। তবে বিজেপির দাবি, এবার তৃণমূল অনেক জায়গাতেই খাতা খুলতে পারবে না। আর এখানেই প্রশ্ন সেটা বিজেপির পক্ষে কি করে সম্ভব হবে? যাদের সব বুথে লড়াই করার মত লোক নেই, যাদের দিকে সংখ্যালঘু ভোট নেই, তারা কি করে এত বেশি করে নিশ্চিত হচ্ছে যে, তারা এবার ক্ষমতায় আসতে চলেছে? তবে সমস্ত সংশয়কে দূর করে তৃণমূল চলে যাচ্ছে বলে আবারও দাবি করলেন শমীক ভট্টাচার্য।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই তিনি বলেন, “আমার কাছে তো কোনো টিয়াপাখির খাঁচা নেই। আর আমি ভবিষ্যৎদ্রষ্টা নই। আমি এটুকু বলতে পারি যে, পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছে, তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে। তৃণমূলকে কেউ রোধ করতে পারবে না। মানুষ ঠিক করে নিয়েছে, তৃণমূল নামক অভিশাপ যা আমাদের পশ্চিমবঙ্গে এসেছে, তার থেকে তারা মুক্তি চাইবে।”
