Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“তৃণমূল সরাও, বাংলা বাঁচাও” পশ্চিমবঙ্গের অতীত গৌরব পুনরুদ্ধারে বার্তা মোদীর!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে আজ বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বার্তার দিকে তাকিয়ে ছিল গোটা বিজেপি পরিবার। আর বক্তব্য রাখতে গিয়ে তিনি যেভাবে চাঁচাছোলা ভাষায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শোনালেন, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এই রাজ্যে এবার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোই প্রধান লক্ষ্য গেরুয়া শিবিরের। আর সেই লড়াইয়ে শুধু রাজ্য বিজেপি নয়, কেন্দ্রীয় বিজেপিও যে যথেষ্ট আগ্রহী, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এদিন যশোর রোডে মেট্রোর তিনটি রুটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দমদমে কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বিজেপির সভায় পৌঁছে যান তিনি। যেখানে তার উপস্থিতির পরেই বিজেপির কর্মী সমর্থকদের উন্মাদনা আরও দ্বিগুণ হয়ে যায়। সকলেই অপেক্ষায় ছিলেন যে, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে ঠিক কি কি বার্তা দেন! আর বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতি বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বাংলার অতীত গৌরবের কথা তুলে ধরে সেই গৌরব পুনরুদ্ধারের জন্য “তৃণমূল সরাও, বাংলা বাঁচাও” বলে স্লোগান তুলতেও দেখা যায় নরেন্দ্র মোদীকে।

এদিন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বক্তব্য রাখতে উঠেই আগাগোড়া তৃণমূল বিরোধীতায় সোচ্চার ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার সংস্কৃতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার গৌরবের অতীত আবার ফিরিয়ে আনতে হবে। তাই এক সঙ্গে বলতে হবে, তৃণমূলকে সরাও, বাংলা বাঁচাও।” বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর এই বার্তা বিজেপি কর্মীদের কাছে যথেষ্ট উদ্দীপনার কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই রাজ্যের বিজেপি কর্মীরা প্রাণপণ দিয়ে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছেন। তবে এতদিন ধরে তাদের কাছে একটা প্রশ্ন ছিল যে, তারা তো লড়াই করছেন। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে তো যে, বাংলায় পরিবর্তন হোক! তবে প্রধানমন্ত্রী এদিন বাংলায় এসে তৃণমূল বিরোধীতার যে সুর বেঁধে দিলেন, তাতে সেই ব্যাপারে যে আর কোনো সংশয় থাকলো না, এবার যে প্রধান লক্ষ্য তৃণমূলকে বাংলা থেকে সরানো এবং তার জন্য যে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং বাংলার মানুষকে লড়তে হবে, তা দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Exit mobile version