প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বেশ অনেকদিন ধরেই দলের বিরুদ্ধে ক্রমাগত একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছিলেন হুমায়ুন কবীর। একাধিকবার দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছিল, তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত কিছুকে তোয়াক্কা না করে জেলা নেতৃত্বের বিরুদ্ধে তিনি যে সমস্ত অভিযোগ শুনতে শুরু করেছিলেন, তাতে অস্বস্তিতে পড়ে গিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সাম্প্রতিককালে আগামী ৬ ডিসেম্বর তিনি বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলে রীতিমত প্রশাসনের উদ্দেশ্যে সতর্কতা দিতে শুরু করেছিলেন। যার ফলে আরও চাপের মুখে পড়ে যায় রাজ্যের শাসক দল। আর আজ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভায় আমন্ত্রণ পেয়ে যখন সেখানে পৌঁছে গিয়েছিলেন হুমায়ুন কবীর, ঠিক সেই সময়ই রীতিমত সাংবাদিক বৈঠক করে ববি হাকিম এই তৃণমূল বিধায়ককে দল থেকে সাসপেন্ড করার কথা জানিয়ে দেন। পরবর্তীতে সেই সভাস্থল ছেড়ে বেরিয়ে আসেন হুমায়ুনবাবু। তবে দল তাকে যেমন সাসপেন্ড করেছে, ঠিক তেমনই তিনিও যে এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন, তা জানিয়ে দিলেন ভরতপুরের বিধায়ক।
ইতিমধ্যেই দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের যে সভা ছিল, সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন হুমায়ুন কবীর। সেই মত সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার কাছে খবর আসে যে, কলকাতা থেকে সাংবাদিক বৈঠক করে তাকে দল সাসপেন্ড করার কথা জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর তারপরেই এই অপমান মেনে নিতে না পেরে সভাস্থল ছেড়ে বাইরে বেরিয়ে যান হুমায়ুনবাবু। আর সেই সময়ই তিনি আরও একবার জানিয়ে দেন যে, আগামী ২২ ডিসেম্বর তিনি নতুন দল গঠন করতে চলেছেন।
এদিন ববি হাকিম দল থেকে সাসপেন্ড করার ঘোষণা করতেই দলীয় সভা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন হুমায়ুন কবীর। যেখানে তিনি বলেন, “আমি ববি হাকিমের কথার জবাব দেব না। আগামী কাল দল ছাড়ছি। ২২ তারিখ নতুন দলের ঘোষণা করবো। আমাকে ডেকে এনে অপমান করা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।” তবে শুধু দল ছাড়ার কথা ঘোষণা করে নতুন দল গঠন করার কথা বলেই থামেননি হুমায়ুনবাবু। তিনি যে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন, সেই কথাও জানিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক।
