Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী কে? অবশেষে এই ব্যক্তির নাম ঘোষণা ইন্ডি জোটের!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকরের ছেড়ে যাওয়া আসনে ইতিমধ্যেই ইন্ডি জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করা হয়েছে। তবে বিরোধী জোট ইন্ডির পক্ষ থেকে কার নাম ঘোষণা করা হয়, তার দিকে নজর ছিল গোটা দেশের। অবশেষে দীর্ঘ আলোচনার পর এদিন বিরোধীদের পক্ষ থেকেও ঘোষণা হয়ে গেল উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম। যেখানে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করলো বিরোধী জোট।

বলা বাহুল্য, ইতিমধ্যেই এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপালকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে বিরোধীরা কেন এত দেরি করছে, তারা কেন প্রার্থী হিসেবে কারওর নাম ঘোষণা করতে পারছে না, সেই নিয়ে অনেকের মধ্যেই একটা কৌতুহল ছিল। অবশেষে আজ বিরোধী জোটের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যেখানে সেই নাম ঘোষণা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে বিরোধীদের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোটের প্রার্থী যে উপরাষ্ট্রপতি পদে জয়লাভ করবেন, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু বিরোধীরা প্রার্থী ঘোষণা করে এনডিএ জোটের যাতে কোনোমতেই সুবিধা না হয়, তার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, উপরাষ্ট্রপতি পদে যিনিই জয়ী হবেন, তাকে সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে যে ইলেক্টোরাল কলেজ গঠিত হবে, তার দ্বারা নির্বাচিত হতে হবে। বর্তমানে এই ইলেক্টোরাল কলেজে ৭৮২ জন সদস্য রয়েছে। আর তার মধ্যে যে প্রার্থী জয়ী হবেন, তাকে অন্তত ৩৯২ টি ভোট পেতে হবে। সেদিক থেকে এনডিএ জোট অনেকটাই এগিয়ে রয়েছে। তাই তাদের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। কিন্তু যদি মিরাকেল কিছু ঘটে এবং এনডিএ জোট থেকে যদি বেরিয়ে এসে তলায় তলায় কেউ ইন্ডি জোটের প্রার্থীকে সমর্থন করেন, তাহলেই একমাত্র ইন্ডি জোটের প্রার্থীর জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। যদিও বা সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ থেকে ক্ষীণতর বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এনডিএ জোটের প্রার্থীর জয়লাভ যখন নিশ্চিত, তখন ইন্ডি জোটের প্রার্থী কতটা চাপে রাখতে পারেন প্রতিপক্ষকে, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version