Site icon প্রিয় বন্ধু মিডিয়া

উত্তরবঙ্গের দুর্যোগে ঝাঁপিয়ে পড়লেও কেন মুর্শিদাবাদে নজর নেই? সরাসরি মমতার সঙ্গেই সংঘাতে হুমায়ুন?

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দলের নির্দেশিকার পরেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বারবার করে দলের পক্ষ থেকে তাকে দলীয় শৃঙ্খলা মানার নির্দেশ দেওয়া হলেও সেই সমস্ত কিছুর তোয়াক্কা করেননি তিনি। প্রকাশ্যে জেলার একাধিক নেতার বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছে তাকে। আর এবার মুর্শিদাবাদের বেহাল পরিস্থিতি নিয়ে কি ঘুরিয়ে নিজের দল এবং সরকারের দিকেই আঙ্গুল তুলে দিলেন এই তৃণমূল বিধায়ক? উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতারা সেখানে গিয়ে ত্রাণ দেওয়ার কাজ করলেও কেন মুর্শিদাবাদের বিপদের দিনে কাউকে পাওয়া যায় না, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। এমনকি নিজের দলের বেশ কিছু জনপ্রতিনিধিদের দিকেও আঙ্গুল তুলতে দেখা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ককে।

বলা বাহুল্য, এর আগেও একাধিক বিষয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন ভরতপুরী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু এবার তিনি যে মন্তব্য করলেন, তাতে মনে করা হচ্ছে যে, তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তুলে দিলেন। মুর্শিদাবাদের বেহাল পরিস্থিতি নিয়ে যেভাবে সোচ্চার হলেন এই তৃণমূল বিধায়ক, তাতে অস্বস্তি বাড়লো শাসক দলের। এমনকি উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মুর্শিদাবাদের পরিস্থিতির কথা তুলে ধরে তুল্যমূল্য বিচার করতেও দেখা গেল তাকে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, “উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীও সেখানে গিয়ে বসে আছেন। আবার বিরোধী দলনেতাও তাদের পার্টির তরফ থেকে ত্রাণ নিয়ে গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছেন। কিন্তু আজকে তিন মাস ধরে মুর্শিদাবাদের লালগোলার এই তারানগর এলাকা যেভাবে অবহেলিত, সেদিকে কারও দৃষ্টি আছে? তাহলে আমাদের মুর্শিদাবাদের মানুষরা যদি সোচ্চার হই, তখন দেখবেন সবাই ছুটবে। কিন্তু আমরাই তো নির্বোধ। আমরাই তো নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি। তাই এই সমস্ত করে কেন্দ্রীয় সরকার পার পেয়ে যাচ্ছে। আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে, তারা দায় ঠেলাঠেলি করছে। সময় আসলে জনগণ কিন্তু এর জবাব দেবে।”

Exit mobile version